ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে গাল কেটে দেয় বৃদ্ধাকে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 20

ছবি: সংগৃহীত

নীলফামারী সদর খোকশাবাড়ী ইউনিয়নের সিংগীমারীর প্রবাসী এরশাদের মার কাছে ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করেন ওই এলাকার শাহীন আলমের ছেলে বিপ্লব ইসলাম (২০), চাঁদা না পেয়ে ছুরি দিয়ে গলায় ছুরিকাঘাত করার সময় মুখ সহ গাল কেটে যায়। তার চিৎকারে স্খানীয়রা ছুটে এসে পালিয়ে যাওয়ার সময় বিপ্লবকে আটক করে পুলিশে দেয়।

গত রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭ টায় সিংগীমারীর গ্রামের ঢাকাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

এদিকে স্থানীয়রা আয়শা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নীলফামারী হাসপাতালে ভর্তি করান। সে এখন চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে নীলফামারী সদর থানায় মামলা হয়েছে, মামলা নং-২৪০/২৪।

মামলা সূত্রে জানা যায়, ২৫শে আগস্ট সন্ধ্যায় প্রবাসীর মা আয়শা বেগম(৬৫) নিজ শয়ন কক্ষে বিশ্রাম নেন। বাড়িতে কেউ না থাকায় সন্ত্রাসী বিপ্লব ঘরে ঢুকে বিছানা থেকে টেনে নামিয়ে মেঝেতে ফেলে দিয়ে বুকে বসে গলায় ছুরি লাগিয়ে দেন। ধস্তাধস্তির একপর্যায়ে গাল ও মুখে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশের হাতে দেন। সে এখন জেলা কারাগারে রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা সঠিক বিচারের দাবিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

এলাকাবাসী আয়নাল হকের ছেলে চান মিয়া বলেন, ৬৫ বছরের এক বৃদ্ধার কাছে চাঁদা দাবি করে বিপ্লব। চাঁদা না পেলে বৃদ্ধা মহিলাকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যেতে চেষ্টা করে। আমরা এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেই। সন্ত্রাসী বিপ্লবের কঠিন শাস্তি ও বিচার চাই।

জানতে চাইলে নীলফামারী সদর থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ এম আর সাঈদ বলেন, উক্ত ঘটনায় একটি মামলা রুজু করা হয় এবং বিপ্লব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

চাঁদা না পেয়ে গাল কেটে দেয় বৃদ্ধাকে

আপডেট টাইম : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

নীলফামারী সদর খোকশাবাড়ী ইউনিয়নের সিংগীমারীর প্রবাসী এরশাদের মার কাছে ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করেন ওই এলাকার শাহীন আলমের ছেলে বিপ্লব ইসলাম (২০), চাঁদা না পেয়ে ছুরি দিয়ে গলায় ছুরিকাঘাত করার সময় মুখ সহ গাল কেটে যায়। তার চিৎকারে স্খানীয়রা ছুটে এসে পালিয়ে যাওয়ার সময় বিপ্লবকে আটক করে পুলিশে দেয়।

গত রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭ টায় সিংগীমারীর গ্রামের ঢাকাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

এদিকে স্থানীয়রা আয়শা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নীলফামারী হাসপাতালে ভর্তি করান। সে এখন চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে নীলফামারী সদর থানায় মামলা হয়েছে, মামলা নং-২৪০/২৪।

মামলা সূত্রে জানা যায়, ২৫শে আগস্ট সন্ধ্যায় প্রবাসীর মা আয়শা বেগম(৬৫) নিজ শয়ন কক্ষে বিশ্রাম নেন। বাড়িতে কেউ না থাকায় সন্ত্রাসী বিপ্লব ঘরে ঢুকে বিছানা থেকে টেনে নামিয়ে মেঝেতে ফেলে দিয়ে বুকে বসে গলায় ছুরি লাগিয়ে দেন। ধস্তাধস্তির একপর্যায়ে গাল ও মুখে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশের হাতে দেন। সে এখন জেলা কারাগারে রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা সঠিক বিচারের দাবিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

এলাকাবাসী আয়নাল হকের ছেলে চান মিয়া বলেন, ৬৫ বছরের এক বৃদ্ধার কাছে চাঁদা দাবি করে বিপ্লব। চাঁদা না পেলে বৃদ্ধা মহিলাকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যেতে চেষ্টা করে। আমরা এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেই। সন্ত্রাসী বিপ্লবের কঠিন শাস্তি ও বিচার চাই।

জানতে চাইলে নীলফামারী সদর থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ এম আর সাঈদ বলেন, উক্ত ঘটনায় একটি মামলা রুজু করা হয় এবং বিপ্লব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

নিউজ লাইট ৭১