বন্যায় মৎস্য-প্রাণিসম্পদ-কৃষিতে ১১ হাজার কোটি টাকার ক্ষতি
- আপডেট টাইম : ০৫:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / 20
ফেনীতে ভয়াবহ বন্যায় জেলার ৬ উপজেলায় মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি,সড়ক ও ডিম-দুধের ক্ষতি হয়েছে প্রায় ১১ হাজার টাকা।স্থানীয় ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ক্ষেত্রে। যার পরিমাণ প্রায় ৪শত ৫১ কোটি ২০ লাখ টাকা। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এতে ১ হাজার ৮শত ৬৫ হেক্টর আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ধানের আবাদকৃত ২৬ হাজার হেক্টর জমির ক্ষতি হয়েছে। আবাদকৃত ১ হাজার ৮শত ৫৪ হেক্টর আউশ ধনের জমির ক্ষতি হয়েছে।
এছাড়া ৫শত ২৫ হেক্টর শরৎকালীন সবজি, ৬৯ হেক্টর বিভিন্ন প্রকার ফলের বাগানের, ৬০ হেক্টর আদার,১৬ হেক্টর হলুদ ও ১৬ হেক্টর আখের ক্ষতি হয়েছে। এতে ১লাখ ৬৮ হাজার ৫শ ৬০ কৃষক এ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।
অন্যদিকে ৬৪ হাজার ১শত ৬১টি গবাদিপশু ও ২৩ লাখ ৪ হাজার ৪শত ১০টি হাঁস-মুরগি মারা গেছে। এতে প্রাণিসম্পদ খাতে প্রায় ৩শ ৯১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তাছাড়া জেলা এলজিইডি অফিসের তথ্যমতে, ফেনীর ৬ উপজেলায় ২ হাজার ৫শত ৮৯টি সড়কের মধ্যে ২ হাজার ৪৮টি সড়কের প্রায় ৩ হাজার ৩শত ০৫ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। যা মেরামতে আনুমানিক শত কোটি টাকার প্রয়োজন হতে পারে।
অপরদিকে জেলার সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্যমতে,সওজের ক্ষতি হয়েছে প্রায় ৪১ কোটি টাকা।
এদিকে জেলার ৬টি উপজেলার ১৮ হাজার ৭শত ৬০টি মৎস্য খামারের আনুমানিক ১৯ কোটি টাকা এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে আরও প্রায় ৬ কোটি টাকা।
অন্যদিকে জেলার বন্যাকবলিত এলাকার দুধ ও ডিমের খামারের প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৯ কোটি টাকা। যার মধ্যে দুগ্ধ খামারে ২ কোটি ও ডিমের খামারে ৭ কোটি ৯১ টাকা।
ফেনী জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে বন্যায় জেলার ৬টি উপজেলার ক্ষতিগ্রস্ত ৩৫টি ইউনিয়নে ৩৮ হাজার ৭শত ৩১টি গরু, ১শত ২৯টি মহিষ, ১৫ হাজার ৬শত ০৪টি ছাগল ও ৩শত ৫৬টি ভেড়া মারা গেছে। এ ছাড়া ১৭ লাখ ৩১ হাজার ৮শত ১০টি মুরগি ও ১ লাখ ৯৬ হাজার ৪শত ৭২টি হাঁস মারা গেছে। সবমিলিয়ে এ খাতে মোট ক্ষয়ক্ষতি হয়েছে ৩ শত ০২ কোটি ৬৭ লাখ ৯২ হাজার টাকা।
তাছাড়া ২৯ লাখ ১৩ হাজার ৩শত ১৩টি গবাদিপশু ও হাঁস-মুরগি বন্যায় আক্রান্ত হয়েছে। ১ হাজার ৯ শত ৯২টি গবাদিপশুর খামারের ১৩ কোটি ১৭ লাখ টাকার এবং ১ হাজার ৬ শত ২৩টি হাঁস-মুরগির খামারের ১০ কোটি ৯৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিনষ্ট হয়েছে ৩ হাজার ৯শত ৫০ টন পশু-পাখির খাবার।যার বাজার মূল্য প্রায় ২৩ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া ২ হাজার ৫শত ৫০ টন খড়, ১ লাখ ৮৪ হাজার ২ শত ১০ টন ঘাস বিনষ্ট ও প্লাবিত হয়েছে ২শত ৮৫ একর চারণভূমি।
ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন,বন্যায় এ খাতে মোট ক্ষতি হয়েছে ৩শত ৯১ কোটি ১১ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা।
ফেনী জেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী কমিশনার সুলতানা নাসরিন কান্তা বন্যার আনুমানিক এ ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করে বলেন, ‘এখনো জেলার বিভিন্ন এলাকার বন্যার পানি পুরোপুরি নামেনি। সম্পূর্ণ ক্ষয়ক্ষতির তথ্য পেতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।’
নিউজ লাইট ৭১