ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিগগিরই আদালতের কার্যক্রম শুরু হবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / 32

নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। সংগৃহীত ছবি

অতীতের রাজনৈতিক পরিচয় ভুলে যেতে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগকেও ঢেলে সাজাতে হবে এবং শিগগিরই আদালতের কার্যক্রম শুরু হবে।

রোববার (১১ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার দ্রুত পদক্ষেপ নেয়ায় সুপ্রিম কোর্টের সংকট কিছুটা কেটেছে। হাইকোর্ট বিভাগকে ঢেলে সাজাতে হবে। সাংবিধানিক দায়িত্ব যারা যথাযথভাবে পালন করতে পারবেন তাদের দিয়েই বিচার বিভাগকে সংস্কার করা হবে।

নেত্রী অখুশি হবে বর্তমানে এমন কোনও পরিস্থিতি নেই। এ সময় শিগগিরই আদালতের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

নতুন প্রধান বিচারপতি প্রসঙ্গে তিনি বলেন, ২১ বছরে তিনি এমন কোনো মন্তব্য করেননি যা মিডিয়া কোট করতে পারে। উনাকে নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য করার সুযোগ নেই।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শিগগিরই আদালতের কার্যক্রম শুরু হবে

আপডেট টাইম : ০৬:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

অতীতের রাজনৈতিক পরিচয় ভুলে যেতে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগকেও ঢেলে সাজাতে হবে এবং শিগগিরই আদালতের কার্যক্রম শুরু হবে।

রোববার (১১ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার দ্রুত পদক্ষেপ নেয়ায় সুপ্রিম কোর্টের সংকট কিছুটা কেটেছে। হাইকোর্ট বিভাগকে ঢেলে সাজাতে হবে। সাংবিধানিক দায়িত্ব যারা যথাযথভাবে পালন করতে পারবেন তাদের দিয়েই বিচার বিভাগকে সংস্কার করা হবে।

নেত্রী অখুশি হবে বর্তমানে এমন কোনও পরিস্থিতি নেই। এ সময় শিগগিরই আদালতের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

নতুন প্রধান বিচারপতি প্রসঙ্গে তিনি বলেন, ২১ বছরে তিনি এমন কোনো মন্তব্য করেননি যা মিডিয়া কোট করতে পারে। উনাকে নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য করার সুযোগ নেই।

নিউজ লাইট ৭১