ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তুফান সরকারসহ ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • / 119

নিউজ লাইট ৭১: বগুড়া শহরে তরুণীকে ধর্ষণ ও তার মাকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগে দায়েরকৃত বহুল আলোচিত নারী ও শিশু নির্যাতনের মামলায় আসামি তুফান সরকারসহ ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর আদালতের বিচারক একেএম ফজলুল হক ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং জামিন নামঞ্জুর করেন। এসময় আসামিরা নির্দোষ বলে দাবি করেন।

এই মামলার অপর ৯ আসামিরা হলেন- অভিযুক্ত তুফান সরকারের স্ত্রী তাছমিন রহমান ওরফে আশা, মেহেদী হাসান ওরফে রূপম, পৌর কাউন্সিলর (সংরক্ষিত নারী কাউন্সিলর) মার্জিয়া হাসান রুমকি, মো. সামিউল হক শিমুল, লাভলী রহমান ওরফে রুমি, মো. আতিকুর রহমান ওরফে আতিক, মো. মুন্না, আলী আযম দিপু ও মো. এমারত আলম খান ওরফে জিতু মিয়া।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ জুলাই বগুড়া শহর শ্রমিক লীগের বহিষ্কৃত নেতা তুফান সরকার কলেজে ভর্তি করে দেয়ার নাম করে ছাত্রীকে নিজ বাসায় ডেকে নেয়। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

এ ঘটনা জানাজানি হলে ২৭ জুলাই বিচারের নাম করে তুফান সরকারের স্ত্রী আশা সরকার ও আশার বোন বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ তার সহযোগিরা বাড়িতে ডেকে নির্যাতন করে। এক পর্যায়ে কিশোরী ও তার মা’কে মারধর ও মাথা ন্যাড়া করে বের করে দেয়।

এ ঘটনার পর তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই তুফান সরকার ও তার ৫ সহযোগি এবং পরে আশা, কাউন্সিলর রুমকিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করে। ওই কিশোরীর মা বাদী হয়ে একই বছরের ২৯ জুলাই বগুড়া সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন।

Tag :

শেয়ার করুন

তুফান সরকারসহ ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন

আপডেট টাইম : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: বগুড়া শহরে তরুণীকে ধর্ষণ ও তার মাকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগে দায়েরকৃত বহুল আলোচিত নারী ও শিশু নির্যাতনের মামলায় আসামি তুফান সরকারসহ ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর আদালতের বিচারক একেএম ফজলুল হক ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং জামিন নামঞ্জুর করেন। এসময় আসামিরা নির্দোষ বলে দাবি করেন।

এই মামলার অপর ৯ আসামিরা হলেন- অভিযুক্ত তুফান সরকারের স্ত্রী তাছমিন রহমান ওরফে আশা, মেহেদী হাসান ওরফে রূপম, পৌর কাউন্সিলর (সংরক্ষিত নারী কাউন্সিলর) মার্জিয়া হাসান রুমকি, মো. সামিউল হক শিমুল, লাভলী রহমান ওরফে রুমি, মো. আতিকুর রহমান ওরফে আতিক, মো. মুন্না, আলী আযম দিপু ও মো. এমারত আলম খান ওরফে জিতু মিয়া।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ জুলাই বগুড়া শহর শ্রমিক লীগের বহিষ্কৃত নেতা তুফান সরকার কলেজে ভর্তি করে দেয়ার নাম করে ছাত্রীকে নিজ বাসায় ডেকে নেয়। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

এ ঘটনা জানাজানি হলে ২৭ জুলাই বিচারের নাম করে তুফান সরকারের স্ত্রী আশা সরকার ও আশার বোন বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ তার সহযোগিরা বাড়িতে ডেকে নির্যাতন করে। এক পর্যায়ে কিশোরী ও তার মা’কে মারধর ও মাথা ন্যাড়া করে বের করে দেয়।

এ ঘটনার পর তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই তুফান সরকার ও তার ৫ সহযোগি এবং পরে আশা, কাউন্সিলর রুমকিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করে। ওই কিশোরীর মা বাদী হয়ে একই বছরের ২৯ জুলাই বগুড়া সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন।