মুক্তিযোদ্ধার মেয়ের বাস কবরস্থানে!
- আপডেট টাইম : ০৬:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / 26
মনোহরদীতে সরকারপ্রদত্ত বীরভবন থেকে বিতাড়িত এক মুক্তিযোদ্ধার সন্তান জঙ্গলে পিতার কবরের পাশে উম্মুক্ত আকাশের নীচে ঠাঁই নেন। সহানুভূতিশীল স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঘরে তুলে দিয়ে আসার পর ফের তাকে পথে নামতে হয়েছে। বর্তমানে স্থানীয় মহিলা মেম্বারের বাড়িতে ঠাঁই হয়েছে এ অসহায় নারীর।
মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের ভাওয়ালিয়া পাড়ার প্রয়াত মুক্তিযোদ্ধা জয়নুদ্দীনের মেয়ে রুবি (৪৫)। স্বামী-সন্তান-সংসার কিছুই নেই তার। সরকারপ্রদত্ত একটি বাড়ি আছে তাদের। কিন্তু বৈমাত্রেয় ভাইবৌ সে বাড়ি থেকে তার বিছানাপত্র বাইরে ফেলে দিয়ে আশ্রয়চ্যুত করেছেন তাকে। ফলে কিছুটা অপ্রকৃতস্থ রুবি কিছুদিন বাড়ির পাশে পিতার কবরের কাছে জঙ্গলে উন্মুক্ত আকাশের নীচে রাত্রিযাপন করতে বাধ্য হন। তাদের প্রতিবেশী বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহসহ অনেকেই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী এ মহিলার প্রতি সহানুভূতিশীল হলেও তার ভাইবৌ এ বিষয়ে কঠোর অবস্থানে। এমতাবস্থায় প্রতিবেশীদের সহযোগিতায় কয়েকদিন আগে রুবিকে ঘরে দিয়ে আসা হলেও পরদিন আবারও ভাইবৌ তাকে ঘরছাড়া করেন বলে অভিযোগ মিলেছে। এ পরিস্থিতিতে স্থানীয় মহিলা ইউপি সদস্য মিনারা শিকদারের বাড়িতে তার ঠাঁই হয়েছে এখন। রুবি নিজ বাড়ি থেকে বিতাড়িত হয়ে সেখানেই এখন অবস্থান করছেন।
এ ব্যাপারে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা জানান, খোঁজ নিয়ে তিনি বিষয়টি দেখবেন এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবেন তিনি।
এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান জানান, বিষয়টি আইন-আদালতের। তবে মানবিক কারণে খোঁজ-খবর নিয়ে দেখবেন এবং ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন তিনি।
নিউজ লাইট ৭১