ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পানিতে ভাসছিল কাউন্সিলরের মরদেহ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • / 28

মিজানুর রহমান মিতু। সংগৃহীত ছবি

নওগাঁ নজিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিতুর (৪৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের ছালিগ্রাম বুড়িদহ বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মিজানুর রহমান মিতু উপজেলার ছোট চাঁদপুর গ্রামের আফসার কেরানির ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে সকাল ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় কাউন্সিলর মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এরপর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে কিছু ধারণা করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী জানান, প্রায় ৩ বছর আগে পৌরসভার অফিসের ভিতরে ঢুকে নেশাগ্রস্ত অবস্থায় চেয়ার তুলে মারতে যান তাকে।

এছাড়াও মাঝেমধ্যে তিনি নেশা করে অফিসের স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। সার্বিক বিষয়ে পর্যালোচনা করে বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হয়। পরে মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পানিতে ভাসছিল কাউন্সিলরের মরদেহ

আপডেট টাইম : ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

নওগাঁ নজিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিতুর (৪৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের ছালিগ্রাম বুড়িদহ বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মিজানুর রহমান মিতু উপজেলার ছোট চাঁদপুর গ্রামের আফসার কেরানির ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে সকাল ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় কাউন্সিলর মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এরপর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে কিছু ধারণা করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী জানান, প্রায় ৩ বছর আগে পৌরসভার অফিসের ভিতরে ঢুকে নেশাগ্রস্ত অবস্থায় চেয়ার তুলে মারতে যান তাকে।

এছাড়াও মাঝেমধ্যে তিনি নেশা করে অফিসের স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। সার্বিক বিষয়ে পর্যালোচনা করে বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হয়। পরে মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়।

নিউজ লাইট ৭১