ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে প্রশাসন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • / 162

নিউজ লাইট ৭১: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানার চরভাগা ইউনিয়নের নিকটবর্তী নদীর তীরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে উপজেলা প্রশাসন।

গোপন অভিযান চালিয়ে ১টি ড্রেজারসহ অসংখ্য পাইপ অপসারণ ও উচ্ছেদ করা হয়। প্রশাসনের এ ভূমিকায় স্বস্তি প্রকাশ করেছেন নদীর তীরবর্তী বাসিন্দারা।

জানা গেছে, উপজেলার সখিপুর থানাধীন নদীর তীরে ড্রেজার বসিয়ে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এ কারণে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আল নাসীফ মোবাইল কোর্টে পরিচালনা করে নদীতে স্থাপিত ড্রেজার অপসারণ ও উচ্ছেদে নামে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীন আল নাসীফ জানান, বেশ কয়েকদিন ধরেই সন্ধ্যার পর হতে রাত অবধি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো একটি অসাধু মহল। এর আগেও উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজারটি উচ্ছেদ করা হয়।

কিন্তু কয়েকদিন বন্ধ থাকার পর আবার চালু হলে স্থানীয় জনগণ আতংকিত হয়। পরে সন্ধ্যার পর উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন ও সখিপুর থানা পুলিশ সহায়তা প্রদান করে।তিনি বলেন, অবৈধ ড্রেজারবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

শেয়ার করুন

অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে প্রশাসন

আপডেট টাইম : ১০:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানার চরভাগা ইউনিয়নের নিকটবর্তী নদীর তীরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে উপজেলা প্রশাসন।

গোপন অভিযান চালিয়ে ১টি ড্রেজারসহ অসংখ্য পাইপ অপসারণ ও উচ্ছেদ করা হয়। প্রশাসনের এ ভূমিকায় স্বস্তি প্রকাশ করেছেন নদীর তীরবর্তী বাসিন্দারা।

জানা গেছে, উপজেলার সখিপুর থানাধীন নদীর তীরে ড্রেজার বসিয়ে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এ কারণে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আল নাসীফ মোবাইল কোর্টে পরিচালনা করে নদীতে স্থাপিত ড্রেজার অপসারণ ও উচ্ছেদে নামে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীন আল নাসীফ জানান, বেশ কয়েকদিন ধরেই সন্ধ্যার পর হতে রাত অবধি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো একটি অসাধু মহল। এর আগেও উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজারটি উচ্ছেদ করা হয়।

কিন্তু কয়েকদিন বন্ধ থাকার পর আবার চালু হলে স্থানীয় জনগণ আতংকিত হয়। পরে সন্ধ্যার পর উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন ও সখিপুর থানা পুলিশ সহায়তা প্রদান করে।তিনি বলেন, অবৈধ ড্রেজারবিরোধী অভিযান অব্যাহত থাকবে।