সৌদিতে বাংলাদেশি যুবক নিহত
- আপডেট টাইম : ১০:২৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / 35
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান (৪২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় রিয়াদ শহরে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামের পল্লি চিকিৎসক খলিলুর রহমান চাঁনের ছেলে।
নিহতের স্ত্রী সুইটি আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের একটু ভালো রাখার আশায় বিদেশ যান মোস্তাফিজুর। এখন তিনি লাশ হয়ে ফিরবেন। তিন ছেলে সন্তান নিয়ে আমি বিধবা হয়েছি। আমরা মরদেহ আনার জন্য সেখানে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছি।
মোস্তাফিজুর রহমানের খালাতো ভাই মোখলেছুর রহমান বলেন, মোস্তাফিজুর জাহাঙ্গীরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ১৩ মাস আগে কাজের সন্ধানে তিনি সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন। শনিবার সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মণ্ডল বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়েছে বলে শুনেছি।