কোন ধর্মমতে বিয়ে করবেন তারা?
- আপডেট টাইম : ০৮:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / 30
আলোচনায় বলিউডের ‘দাবাং গার্ল’ খ্যাত সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে! ২৩ জুন বিয়ে করছেন তারা। এক হচ্ছে সোনাক্ষী-জাহিরের চার হাত। নিজে হিন্দু ধর্মের অনুসারী হলেও বিয়ে করছেন মুসলিম জাহিরকে। ফলে অনেকের প্রশ্ন, কোন ধর্মমতে বিয়ে করবেন তারা? সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে জোর চর্চা।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে সোনাক্ষীর বিয়ে উপলক্ষে তার বাবার বাড়িতে পূজার আয়োজন করা হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, বাড়ি থেকে এক ঠাকুরমশাই বের হতে, তাকে ঘিরে ধরে বাইরে অপেক্ষারত পাপারাজ্জিরা। সামনে ক্যামেরা দেখেই তিনি বলে ওঠেন, ‘আজ কিছু বলব না। কাল আপনারা জানতে পারবেন।’
তবে ভারতীয় সংবাদামধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু বা মুসলিম নয়, আইনি বিয়ে হবে বলেই খবর রয়েছে। আর তারপর বিকেলে বিয়ের পরে, অভিনেত্রী শিল্পা শেঠির মুম্বাইয়ে থাকা বিলাসবহুল রেস্তোরাঁ, বাস্তিয়ানে একটি দুর্দান্ত পার্টির আয়োজন করা হয়েছে বলে খবর। অতিথি তালিকায় থাকছেন সালমান খান, হুমা কুরেশি এবং আয়ুশ শর্মার মতো নাম।
সোনাক্ষী-জাহিরের সাত বছরের প্রেম পূর্ণতা পাচ্ছে। সালমানের দেয়া এক পার্টিতেই প্রথম দেখা হয়েছিল সোনাক্ষী-জাহিরের। সেখান থেকেই বন্ধুত্ব অতঃপর প্রেম। এবার বাঁধা পড়ছেন কাগজ-কলমে।
নিউজ লাইট ৭১