বেতের আঘাতে এক শিক্ষার্থীর দুইটি দাঁত ভাঙলেন এক শিক্ষক
- আপডেট টাইম : ০৯:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / 130
নিউজ লাইট ৭১: টাঙ্গাইলের গোপালপুরে তুচ্ছ ঘটনায় বেতের আঘাতে এক শিক্ষার্থীর দুইটি দাঁত ভাঙলেন এক শিক্ষক। শনিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এই বিষয়ে শিক্ষার্থীর বাবা জামাল হোসেন গোপালপুর থানায় আজ সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. জাবেদ বিএসসি। তিনি মধুপুর উপজেলার বাসিন্দা এবং উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
আঘাত পাওয়া শিক্ষার্থীর নাম বিদ্যুৎ মিয়া। সে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যুৎ একই এলাকার জামাল হোসেনের ছেলে। বর্তমানে ওই শিক্ষার্থী গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাবেদ বিএসসি তুচ্ছ ঘটনা সামান্য হইহুল্লোড় করার অপরাধে নবম শ্রেণির শিক্ষার্থী বিদ্যুতকে ১ ফেব্রুয়ারি বেত দিয়ে আঘাত করেন। এতে বিদ্যুতের দুইটি দাঁত ভেঙে পড়ে যায়। এ ঘটনা বিদ্যুৎ তার পরিবারকে জানালে পরে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বিদ্যুতের বাবা জামাল হোসেন জানান, আমার ছেলে বিদ্যুৎ জাবেদ বিএসসির কাছে একসময় প্রাইভেট পড়তো। সে সময়ের ৫০০ টাকা তিনি পেতেন যা অভাবের কারণে পরিশোধ করা হয়ে উঠেনি। আমার মনে হয় সেই ক্ষোভ থেকে তিনি আমার ছেলেকে আঘাত করে দুইটি দাঁত ভেঙ্গে ফেলেছেন। আমার ছোট বাচ্চাটি খুব কষ্ট পাচ্ছে।