প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা
- আপডেট টাইম : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / 28
ছুটির দিন শুক্রবার সকালে গাজীপুর গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেন তিনি। এসময় হাসপাতাল কাউন্টারে নির্ধারিত ফি দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। পরে হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকসহ বিভিন্ন কর্মকর্তারা।
এর আগে, গেল ৩ মে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা।
সরকারপ্রধান হয়েও ছুটির দিন সাধারণ মানুষের মতো সেবা গ্রহণের এই সংস্কৃতি; ইতিবাচক সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেককেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গেছে।
নিউজ লাইট ৭১