‘কমিউনিটিজ’ নিয়ে এলো ফেসবুক মেসেঞ্জার
- আপডেট টাইম : ০৬:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / 39
দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে মেসেজিং অ্যাপগুলোর। সেই তালিকায় রয়েছে ফেসবুক মেসেঞ্জার। এবার মেসেঞ্জারে একসঙ্গে ৫ হাজার বন্ধুর সঙ্গে কথা বলার জন্য ‘কমিউনিটিজ’ ফিচার নিয়ে এলো মেটার মালিকানাধীন সংস্থাটি।
এই ফিচারের মাধ্যমে একই ফেসবুক গ্রুপে না থাকলেও মেসেঞ্জার কমিউনিটিজ গ্রুপে যুক্ত হয়ে অন্যদের সঙ্গে চ্যাট করা যাবে। সাধারণ মেসেঞ্জার গ্রুপে মাত্র ২৫০ জন সদস্য যুক্ত করা যায়। তাই ২০২২ সালে ফেসবুক মেসেঞ্জারে কমিউনিটি চ্যাটস চালু করে মেটা।
সম্প্রতি অ্যাপে নতুন গ্রুপ চ্যাট ফিচার রোল আউট করেছে সংস্থাটি। ধীরে ধীরে সব মেসেঞ্জার ইউজারের কাছে পৌঁছে যাবে এই ফিচার। যে কোনো ইউজার এই কমিউনিটি শুরু করতে পারবেন। এই কমিউনিটি পরিচালনা করার জন্য হোয়াটসঅ্যাপের মতো অ্যাডমিন ফিচার চালু করা হয়েছে।
অ্যাডমিন যেভাবে মেসেঞ্জার কমিউনিটি চালাতে পারবে
নতুন মেম্বারদের ইনভাইট করতে পারবেন।
> কমিউনিটি চ্যাট তৈরি করতে পারবেন।
> কমিউনিটি থেকে কাউকে বাদ দিতে পারবেন।
> কমিউনিটিতে কোনো চ্যাট ডিলিট করতে পারবেন।
> কমিউনিটি থেকে বেরিয়ে যেতে পারবেন।
> কোনো কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করার ক্ষমতা থাকবে।
> কমিউনিটি চ্যাট থেকে কোনো কনটেন্ট মুছে ফেলতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানায়, এই ফিচারের ফলে অনেকেই লাভবান হতে পারেন। এর মাধ্যমে একসঙ্গে ৫ হাজার মানুষের সঙ্গে মেসেজিং করা যাবে।
নিউজ লাইট ৭১