শিরোনাম :
স্ত্রী স্বামীর জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেললেন !
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৯:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / 28
যশোরের চৌগাছায় স্বামী সোহাগ হোসেনের (২৪) জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেলেছেন তার স্ত্রী সীমা খাতুন। গুরুতর আহতাবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ জুন) দুপুরে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহাগ হোসেন ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
সোহাগের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সোহাগের সাংসারিক বিষয়ে ঝগড়া হয় তার স্ত্রী সীমা খাতুনের। একপর্যায়ে সীমা খাতুন কামড় দিয়ে তার স্বামীর জিহ্বা কেটে আলাদা করে ফেলে। পরে বাড়ির লোকজন সোহাগকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, সোহাগ আর কখনোই জিহ্বা ফিরে পাবে না। তবে শঙ্কামুক্ত আছেন তিনি।
নিউজ লাইট ৭১
Tag :