বাংলাদেশসহ আরও ছয়টি দেশকে সহায়তা দেবে ভারত
- আপডেট টাইম : ০৯:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / 117
নিউজ লাইট ৭১: বাংলাদেশসহ আরও ছয়টি দেশকে সহায়তা দেবে ভারত। এই দেশগুলোকে প্রায় ৫ হাজার কোটি রুপি সহায়তা দেবে ভারত। আগামী প্রস্তাবিত বাজেটে ভারতের প্রতিবেশি দেশগুলোর জন্যে এ বরাদ্দসহ আন্তর্জাতিকভাবে দেশটির দেয়া সহায়তা দাঁড়াচ্ছে ৫৮৬৩.৬৫ কোটি রুপি। ভারতীয় গণমাধ্যম ইয়ন টিভির এক প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।
এর মধ্যে ভুটানে ভারত সহায়তা দেবে সর্বোচ্চ ২৮৮৪.৬৫ কোটি, আফগানিস্তানে ৪শ, মালদ্বীপ ও মিয়ানমারে ৩শ করে ৬শ, শ্রীলঙ্কা ও বাংলাদেশে ২শ করে ৪শ এবং মঙ্গোলিয়ায় ২ কোটি রুপি।
মিয়ানমারে ভারতীয় সহায়তা বৃদ্ধি পেয়েছে ১৭০ কোটি রুপি, সিসিলিতে ৯০ ও বাংলাদেশে ৫০ কোটি রুপি নেপালে ৪শ কোটি রুপি সহায়তা কমলেও ৮শ কোটি রুপি সহায়তা দিচ্ছে ভারত।
গত বছর নেপালে ভারতীয় সহায়তা পরিমান ছিল ১২শ কোটি রুপি। তবে প্রতিবেশি দেশে ভারতীয় সহায়তা পরিমান কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বরাদ্দ অব্যবহৃত থাকা।
এদিকে মৌরতানিয়ায় ৭৫ কোটি, মালদ্বীপে ২৬ ও শ্রীলঙ্কায় ৫ কোটি রুপি সহায়তা কমিয়েছে ভারত।