শিরোনাম :
কেবিনে স্থানান্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / 120
নিউজ লাইট ৭১: কেবিনে স্থানান্তর করা হয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এ তথ্য জানিয়ে বলেন, সংশ্লিষ্ট চিকিৎসকরা তাকে দুইদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ১০টায় শ্বাসকষ্টজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
সূত্র: বাসস
Tag :