ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তারা যাত্রী বেশে ইয়াবা বহন করেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • / 32

ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি: সংগৃহীত

রাজধানীতে যাত্রাবাহী একটি বাসে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ হাজার ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মূলত পরিবহনশ্রমিক। তবে তারা যাত্রী বেশে বাসটিতে উঠে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বড়িগুলো নিয়ে আসেন।

অধিদপ্তরের তথ্যমতে, গ্রেপ্তার করা চার ব্যক্তি হলেন শওকত আলী সিকদার (৫৪), আল আমিন কাজী (৩৫), শ্যামল দত্ত (৪৫) ও হাচান চৌধুরী ওরফে কামরুজ্জামান হাসান (৩৬)। তাদের বাড়ি গোপালগঞ্জ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ মে) ভোরে রাজধানীর দনিয়া কলেজের উত্তর পাশে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের যাত্রীবাহী একটি বাসে অভিযান চালানো হয়। বাসে যাত্রী বেশে থাকা চারজনের কাছ থেকে ৫ হাজার ৪৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়। তারা এগুলো নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসেন।

মাদকদ্রব্য অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার জানান, কক্সবাজারের টেকনাফের মাদক কারবারি ইউনুছের কাছ থেকে ইয়াবাগুলো কেনেন শওকত। আর তার সহযোগী হিসেবে কাজ করছিলেন আল আমিন, হাসান ও শ্যামল। চার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

তারা যাত্রী বেশে ইয়াবা বহন করেন

আপডেট টাইম : ১০:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

রাজধানীতে যাত্রাবাহী একটি বাসে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ হাজার ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মূলত পরিবহনশ্রমিক। তবে তারা যাত্রী বেশে বাসটিতে উঠে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বড়িগুলো নিয়ে আসেন।

অধিদপ্তরের তথ্যমতে, গ্রেপ্তার করা চার ব্যক্তি হলেন শওকত আলী সিকদার (৫৪), আল আমিন কাজী (৩৫), শ্যামল দত্ত (৪৫) ও হাচান চৌধুরী ওরফে কামরুজ্জামান হাসান (৩৬)। তাদের বাড়ি গোপালগঞ্জ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ মে) ভোরে রাজধানীর দনিয়া কলেজের উত্তর পাশে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের যাত্রীবাহী একটি বাসে অভিযান চালানো হয়। বাসে যাত্রী বেশে থাকা চারজনের কাছ থেকে ৫ হাজার ৪৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়। তারা এগুলো নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসেন।

মাদকদ্রব্য অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার জানান, কক্সবাজারের টেকনাফের মাদক কারবারি ইউনুছের কাছ থেকে ইয়াবাগুলো কেনেন শওকত। আর তার সহযোগী হিসেবে কাজ করছিলেন আল আমিন, হাসান ও শ্যামল। চার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

নিউজ লাইট ৭১