ময়লার স্তূপে মিলল শতাধিক বাংলাদেশি পাসপোর্ট
- আপডেট টাইম : ০৭:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / 95
নিউজ লাইট ৭১: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দামানসারার এমপিআর সিটি মলের একটি রেস্টুরেন্টের পাশের ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় শতাধিক বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে।
বাংলাদেশি শরিফুল আলম গোপন সংবাদের ভিত্তিতে ময়লার স্তূপ থেকে একটি ব্যাগ উদ্ধার করে। এ সময় ব্যাগের ভেতর ৯০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায় বলে জানান।
পাসপোর্ট পাওয়ার সাথে সাথে শরিফুল আলম পাসপোর্ট গুলো বাংলাদেশ হাইকমিশনে নিয়ে গেলেন প্রথমে পাসপোর্ট গুলো নিতে অস্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর পর অনেক কথা বলার এক পর্যায়ে একটি লিখিত আকারে আবেদনের মাধ্যমে জমা নেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে পরিত্যক্ত শতাধিক পাসপোর্টে কোন ভিসা পাওয়া না গেলেও বিগত দিনে মালয়েশিয়ায় সরকারের দেওয়া বৈধ প্রকল্পের মাধ্যমে রেজিস্ট্রেশনের কাগজপত্র এবং মালয়েশিয়া অভিবাসন বিভাগের কাগজপত্র ছিলো।
মালয়েশিয়া প্রবাসী শরিফুল আলম এই প্রতিবেদককে জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় একজন নাগরিক রেস্টুরেন্টের ময়লা ফেলার নির্দিষ্ট একটি ড্রামে একটি ব্যাগ ভর্তি কিছু ফেলে যাওয়ার সময় একজন বাংলাদেশী দেখতে পায়। এ সময় ঐ বাংলাদেশি আরেক বাংলাদেশি শরিফুল আলমকে জানায়।
ঐ ময়লা ড্রামের ভেতর থেকে একটি ব্যাগ উদ্ধার করে। এ সময় কৌতুহল জাগলে ব্যাগটি খুলে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে বাংলাদেশ হাইকমিশনের শ্রম সচিব (২) হেদায়েতুল ইসলাম মন্ডলের কাছে জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি।