দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০
- আপডেট টাইম : ০৯:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / 28
সুনামগঞ্জের শাল্লায় চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস মার্কার দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৮ মে) সকালে উপজেলার ৪নং ইউনিয়নের চব্বিশা গ্রামের ওই কেন্দ্রের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল ৮টায় শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন শুরু হওয়ার পর থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনী মোহন দাস ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গনেন্দ্র চন্দ্র সরকারের সমর্থকরা কেন্দ্রে আসা ভোটারদের নানাভাবে তাদের প্রার্থীকে ভোট দেয়ার জন্য অনুরোধ করতে থাকেন। তারই জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাল্লা থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। কেন্দ্রের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, রাত ২ টার দিকে একই কেন্দ্রের সামনে থেকে অন্য কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ ৪ জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী অবনী দাসের পক্ষে টাকা বিতরণ অভিযোগ ছিল।
নিউজ লাইট ৭১