ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

১ ফেব্রুয়ারি নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • / 115

নিউজ লাইট ৭১: ‘পহেলা ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে এসে নৌকাকে জয়ী করতে হবে। এই বছর হচ্ছে মুজিববর্ষ। যে জাতির পিতা দিয়েছেন স্বাধীনতা, দিয়েছেন লাল-সবুজের পতাকা, সেই জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ ফেব্রুয়ারি নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবে ঢাকার লোক, নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে।’- ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এসব কথা বলেছেন।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকালে রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, নয় মাসে কঠিন অনুশীলন করেছি। অনুশীলন যদি সুন্দর হয়, ফাইনাল খেলাও তাহলে ভালো হয়। ১ ফেব্রুয়ারি ভোট দিয়ে আগামী পাঁচ বছর টেস্ট খেলার সুযোগ করে দেবেন আশা করি।

আতিকুল ইসলাম আরও বলেন, আর দুইটা দিন বাকি আছে। ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝান, নৌকা ছাড়া আর কোনও মার্কা নেই। একটি মাত্র মার্কা যেটা দিচ্ছে পদ্মা সেতু, মেট্রোরেল, বাস র্যা পিড ট্রানজিট। সেই মার্কা দেবে সুস্থ, সবল, আধুনিক ঢাকা।’

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ।

Tag :

শেয়ার করুন

১ ফেব্রুয়ারি নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই

আপডেট টাইম : ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: ‘পহেলা ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে এসে নৌকাকে জয়ী করতে হবে। এই বছর হচ্ছে মুজিববর্ষ। যে জাতির পিতা দিয়েছেন স্বাধীনতা, দিয়েছেন লাল-সবুজের পতাকা, সেই জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ ফেব্রুয়ারি নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবে ঢাকার লোক, নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে।’- ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এসব কথা বলেছেন।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকালে রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, নয় মাসে কঠিন অনুশীলন করেছি। অনুশীলন যদি সুন্দর হয়, ফাইনাল খেলাও তাহলে ভালো হয়। ১ ফেব্রুয়ারি ভোট দিয়ে আগামী পাঁচ বছর টেস্ট খেলার সুযোগ করে দেবেন আশা করি।

আতিকুল ইসলাম আরও বলেন, আর দুইটা দিন বাকি আছে। ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝান, নৌকা ছাড়া আর কোনও মার্কা নেই। একটি মাত্র মার্কা যেটা দিচ্ছে পদ্মা সেতু, মেট্রোরেল, বাস র্যা পিড ট্রানজিট। সেই মার্কা দেবে সুস্থ, সবল, আধুনিক ঢাকা।’

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ।