শিরোনাম :
গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৯:১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / 31
জামালপুরের বকশীগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো- মো. আনারুল,আব্দুর রেজ্জাক ও ইউনুস আলী।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর র্যাব ১৪ গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করে।
জামালপুর র্যাব ১৪, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনার এক পর্যায়ে একটি মিনি পিকআপ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে বিশেষ ভাবে তৈরি করা একটি বক্স নজরে পড়ে বক্সটা পুরোপুরি সিল করা। সেটি কাটা হলে একে একে বের করা হয় ১২ প্যাকেট গাঁজা।
তিনি বলেন, ১২ টি প্যাকেট থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ট্রাক ও একটি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :