শিরোনাম :
বরিশালে র্যাবের ‘দালালবিরোধী’ অভিযান
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৮:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / 30
সারা দেশব্যাপী রোগীর দালাল বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়েছে র্যাব-৮।
মঙ্গলবার দুপুরে হাসপাতালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন।
অভিযানে থাকা র্যাব-৮ এর কমান্ডার মেজর জাহাঙ্গীর হোসেন বলেন, দালাল বিরোধী বিশেষ অভিযানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১০ নারীসহ ২৪ দালালকে আটক করা হয়েছে।
আটককৃত ২৪ দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে র্যাব। সরকারি প্রতিষ্ঠানে জনগণকে নির্ভেজাল সেবা পাইয়ে দেয়ার জন্য র্যাবের দালালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিউজ লাইট ৭১
Tag :