এটি এম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জ গঠনে মধ্যে দিয়ে বিচার কার্যক্রম শুরু করেছেন আদালত
- আপডেট টাইম : ১০:৩৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
- / 179
নিউজ লাইট ৭১: রাজধানী শাহবাগ থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এটি এম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জ গঠনে মধ্যে দিয়ে বিচার কার্যক্রম শুরু করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ১০ মে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করে দেন।
আজ এটি এম আজহারুল ইসলামসহ ১৪ জন আদালতে হাজির ছিলেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর আদালত চার্জগঠনের আদেশ দিয়ে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন। এ মামলায় ২ে০১০ সালে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে এটিএম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন শাহবাগ থানা পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে অভিযোপত্র দেয় পুলিশ।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ২০১৫ সালের ২৯ জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন আজহারুল ইসলাম।
গত বছরের ৩১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদ-ের আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।