শিরোনাম :
ইয়াবাসহ আটক ১
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / 34
কুষ্টিয়ার কুমারখালীর সদকী চরপাড়া গ্রাম থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়ন শেখ (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২।
র্যাব জানায়, র্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন বিপিএম পিপিএমের নির্দেশনায় বুধবার রাত ১০টার দিকে র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানির একটি চৌকস আভিযানিক দল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সদকী চরপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১৯০ পিস ইয়াবাসহ মো. নয়ন শেখ (২৮) নামের ১ জন মাদক কারবারিকে আটক করে।
আটক নয়ন শেখ চরপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। তার বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :