ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / 65

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অসীম দাশ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অসীম চরশরৎ এলাকার সাগর চন্দ্র দাশের ছেলে।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বলেন, গ্রামে আমার একটি দোকান রয়েছে। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় আমার স্ত্রী জরুরি প্রয়োজনে দোকানে এলে আগে থেকে ওৎ পেতে থাকা অসীম দাশ ঘরে ঢুকে আমার মেয়েকে জোর করে পাশের লাকড়ির ঘরে নিয়ে মুখে ওড়না পেচিয়ে ধর্ষণ করে। পরে ধস্তাধস্তির শব্দ শুনে আমার বৃদ্ধ মা এসে অসীমকে ঝাপটে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়।

ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীর দাদি বলেন, অসীম এলাকার বখাটে ছেলে। আমার অবুঝ নাতিনের সর্বনাশ করেছে। আমরা তার উপযুক্ত বিচার চাই।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরশরৎ এলাকায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীর ধর্ষণের বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার পর সোমবার নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত অসীম দাশকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : ০৫:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অসীম দাশ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অসীম চরশরৎ এলাকার সাগর চন্দ্র দাশের ছেলে।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বলেন, গ্রামে আমার একটি দোকান রয়েছে। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় আমার স্ত্রী জরুরি প্রয়োজনে দোকানে এলে আগে থেকে ওৎ পেতে থাকা অসীম দাশ ঘরে ঢুকে আমার মেয়েকে জোর করে পাশের লাকড়ির ঘরে নিয়ে মুখে ওড়না পেচিয়ে ধর্ষণ করে। পরে ধস্তাধস্তির শব্দ শুনে আমার বৃদ্ধ মা এসে অসীমকে ঝাপটে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়।

ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীর দাদি বলেন, অসীম এলাকার বখাটে ছেলে। আমার অবুঝ নাতিনের সর্বনাশ করেছে। আমরা তার উপযুক্ত বিচার চাই।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরশরৎ এলাকায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীর ধর্ষণের বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার পর সোমবার নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত অসীম দাশকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজ লাইট ৭১