সংঘাত পুরো ইউরোপে ছড়াতে পারে
- আপডেট টাইম : ১২:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / 29
ইউক্রেনের সংঘাত পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাশিয়ার সেনাবাহিনীর ‘মিলিটারি একডেমি অব জেনারেল স্টাফের’ প্রধান কর্নেল-জেনারেল ভ্লাদিমির জারুদনিৎস্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশনা ‘মিলিটারি থট’-এ এক নিবন্ধে একথা বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ।
রুশ বার্তা সংস্থা জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশনা ‘মিলিটারি থট’-এ ভ্লাদিমির জারুদনিটস্কি বলেন, রুশ বাহিনী প্রস্তুত রয়েছে। যেকোনও সময় নতুন সংঘাতে জড়িয়ে পড়তে পারে তারা।
ভ্লাদিমির জারুদনিটস্কি বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, ইউরোপ জুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এই সংঘাতের সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না।
রাশিয়ার জন্য হুমকি চিহ্নিত করে জারুদনিটস্কি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশ রাশিয়ার সামরিক বাহিনীর জন্য হুমকি। কারণ তারা রুশ নীতি বিরোধী।
রাশিয়াকে বিভিন্নভাবে দুর্বল করতে করতে চায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশ। এজন্য নতুন ধরনের হাইব্রিড যুদ্ধ পরিচালনা করছে তারা। তাই নতুন সামরিক সংঘাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।
ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার কথা বলছে পশ্চিমারা। ঠিক এ সময়ই সংঘাতের সম্ভাবনার কথা বললেন জারুদনিটস্কি। তাছাড়া রাশিয়ার সামরিক ও নিরাপত্তার বেশ কিছু পরিবর্তনের বিষয়ে সুপারিশ করেছেন তিনি।
নিউজ লাইট ৭১