ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানেই ভিন্ন কিছুর আয়োজন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • / 115

নিউজ লাইট ৭১: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানেই ভিন্ন কিছুর আয়োজন। এখানে সবাই নতুন এবং ভিন্ন আয়োজন নিয়ে উপস্থিত হয়ে থাকে। এমন ভিন্ন আয়োজনে ক্রেতা দর্শনার্থীদের বেশ সাড়াও পাচ্ছেন।

প্রতিবারের মতো এবারো অন্যসব অংশগ্রহণকারী প্রতিষ্ঠনগুলোর সাথে সরকারি-বেসরকারি কয়েকটি ব্যাংক উপস্থিত হয়েছে তাদের ব্যতিক্রম আয়োজন নিয়ে। এমন আয়োজনে এসব ব্যাংক তাদের গ্রাহকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলেও জানাচ্ছেন।

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের সেবা দিচ্ছে সরকারি-বেসরকারি পাঁচটি বাণিজ্যিক ব্যাংক। মেলায় সহজ ও নিরাপদে আর্থিক লেনদেনের পাশাপাশি দেয়া হচ্ছে এটিএম বুথ ও মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা।

একইসঙ্গে ব্যাংক হিসাবও খুলতে পারছেন ক্রেতা-দর্শনার্থীরা। মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সারা দিনের বেচা-কেনার অর্থ সহজেই জমা দেয়ার সুযোগ রয়েছে এখানে।

মেলায় বিভিন্ন সেবা দিতে উপস্থিত হয়েছে ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রাষ্ট্রায়ত্ত জনতা ও সোনালী ব্যাংক।

মেলায় অংশ নেয়া ব্যাংক কর্মকর্তারা জানান, ক্রেতা-দশনার্থীদের লেনদেনের সুবিধার্থে মেলায় সব ধরনের ব্যাংকিংসেবা দেয়া হচ্ছে। অনেকে মেলায় টাকা নিয়ে না আসলেও সহজেই করতে পারছেন যে-কোনো ধরনের কেনাকাটা।

মেলায় কেনাকাটা করতে চাহিদা মতো টাকা তোলা ও বিক্রেতাদের নগদ টাকা জমার সুবিধা দিচ্ছে এসব ব্যাংক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিরলসভাবে তারা সেবা দিচ্ছেন তারা।

বাণিজ্য মেলায় ব্যাংকের এসব শাখায় পণ্যের ভ্যাট পরিশোধ, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর মতো সেবাও পাওয়া যাচ্ছে। পাশাপাশি এটিএম বুথের মাধ্যমে নগদ টাকাও তুলতে পারছেন মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা।

এখানে গ্রাহকের নতুন হিসাব খোলা, বিভিন্ন আমানত ও ঋণ প্রকল্প সম্পর্কেও তথ্য জানতে পারছেন মেলায় আগত উৎসাহী দর্শনার্থীরা। এছাড়া নিজেদের নতুন পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। মেলায় বিভিন্ন ব্যাংকিংসেবার মধ্যে এটিএম বুথ ও মোবাইল ব্যাংকিংয়ের প্রতি দর্শনার্থীদের আগ্রহ বেশি বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

মেলায় অংশ নেয়া ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও প্যাভিলিয়ন ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, বাণিজ্য মেলায় তারা এবারই প্রথম অংশগ্রহণ করেছেন। তারা মেলায় প্রথমবার হলেও গ্রাহকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে তিনি জানান।

মেলার গ্রাহকদের ব্যাংক হিসাব খোলার পাশাপাশি আমানতের বিভিন্ন অফার সম্পর্কে জানানো হচ্ছে। এছাড়া তাৎক্ষণিক লেনদেনের সুবিধার্থে এটিএম বুথ ও এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা দেয়া হচ্ছে।

মেলায় মোবাইল অ্যাপ্লিকেশন এফএসআইবিএল ক্লাউডের সেবা সম্পর্কে জানানো হচ্ছে। এ সেবার মাধ্যমে গ্রাহক তার ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জসহ ব্যাংকের সব ধরনের আমানত ও বিনিয়োগের তথ্য জানতে পারছেন।

প্রতিবারের মতো এবারো ইসলামী ব্যাংক নান্দনিক প্যাভিলিয়ন তৈরি করেছে বাণিজ্য মেলায়। মূল ফটক দিয়ে প্রবেশ করলেই হাতের বাম পাশে চোখে পড়বে ব্যাংকটির প্রিমিয়ার প্যাভিলিয়ন।

এখানে দেশের উন্নয়ন অগ্রগতির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে দেশের শিল্পায়ন, গার্মেন্ট, পল্লী উন্নয়ন, আবাসন, পরিবহন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়েছে।

বাণিজ্য মেলায় প্রতিষ্ঠানটির দায়িত্বরত কর্মকর্তা জানান, মেলায় প্যাভিলিয়নটিতে ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য, প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিংসেবা, চিকিৎসা, শিক্ষা এবং সিএসআর কার্যক্রমের তথ্যসেবাসহ সিআরএম ও এটিএমের মাধ্যমে টাকা জমা ও উত্তোলনের সুবিধা রয়েছে। এছাড়া আমানত ও ঋণ প্রকল্প সম্পর্কে দর্শনার্থীদের বিভিন্ন তথ্য জানানো হচ্ছে।

মেলায় আগত ব্যবসায়ী শাহাদত হোসেন বলেন, তিনি আগারগাঁও এসেছিলেন একটা কাজে। তাই মেলায়ও ঘুরতে এসেছেন। তার কিছু পণ্য পছন্দ হয়েছে কিন্তু কাছে নগদ টাকা নেই। তাই তিনি ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা তুলে তার কেনাকাটার কাজ শেষ করেন। মেলায় এটিএম বুথ থাকায় সবার জন্যই ভালো হয়েছে বলে তিনি জানান।

জনতা ব্যাংকের কর্মকর্তা এসএম হাসানুজ্জামান বলেন, গত দুবছর যাবত তারা মেলায় অংশগ্রহণ করছেন। এখানে টাকা জমা ও উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিংসেবা দেয়া হচ্ছে। এছাড়া এখানে এটিএমসেবাসহ বেশকিছু সেবা রয়েছে। মেলায় দর্শনার্থী বাড়ার সঙ্গে সঙ্গে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে তিনি জানান।

Tag :

শেয়ার করুন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানেই ভিন্ন কিছুর আয়োজন

আপডেট টাইম : ০৭:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানেই ভিন্ন কিছুর আয়োজন। এখানে সবাই নতুন এবং ভিন্ন আয়োজন নিয়ে উপস্থিত হয়ে থাকে। এমন ভিন্ন আয়োজনে ক্রেতা দর্শনার্থীদের বেশ সাড়াও পাচ্ছেন।

প্রতিবারের মতো এবারো অন্যসব অংশগ্রহণকারী প্রতিষ্ঠনগুলোর সাথে সরকারি-বেসরকারি কয়েকটি ব্যাংক উপস্থিত হয়েছে তাদের ব্যতিক্রম আয়োজন নিয়ে। এমন আয়োজনে এসব ব্যাংক তাদের গ্রাহকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলেও জানাচ্ছেন।

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের সেবা দিচ্ছে সরকারি-বেসরকারি পাঁচটি বাণিজ্যিক ব্যাংক। মেলায় সহজ ও নিরাপদে আর্থিক লেনদেনের পাশাপাশি দেয়া হচ্ছে এটিএম বুথ ও মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা।

একইসঙ্গে ব্যাংক হিসাবও খুলতে পারছেন ক্রেতা-দর্শনার্থীরা। মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সারা দিনের বেচা-কেনার অর্থ সহজেই জমা দেয়ার সুযোগ রয়েছে এখানে।

মেলায় বিভিন্ন সেবা দিতে উপস্থিত হয়েছে ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রাষ্ট্রায়ত্ত জনতা ও সোনালী ব্যাংক।

মেলায় অংশ নেয়া ব্যাংক কর্মকর্তারা জানান, ক্রেতা-দশনার্থীদের লেনদেনের সুবিধার্থে মেলায় সব ধরনের ব্যাংকিংসেবা দেয়া হচ্ছে। অনেকে মেলায় টাকা নিয়ে না আসলেও সহজেই করতে পারছেন যে-কোনো ধরনের কেনাকাটা।

মেলায় কেনাকাটা করতে চাহিদা মতো টাকা তোলা ও বিক্রেতাদের নগদ টাকা জমার সুবিধা দিচ্ছে এসব ব্যাংক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিরলসভাবে তারা সেবা দিচ্ছেন তারা।

বাণিজ্য মেলায় ব্যাংকের এসব শাখায় পণ্যের ভ্যাট পরিশোধ, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর মতো সেবাও পাওয়া যাচ্ছে। পাশাপাশি এটিএম বুথের মাধ্যমে নগদ টাকাও তুলতে পারছেন মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা।

এখানে গ্রাহকের নতুন হিসাব খোলা, বিভিন্ন আমানত ও ঋণ প্রকল্প সম্পর্কেও তথ্য জানতে পারছেন মেলায় আগত উৎসাহী দর্শনার্থীরা। এছাড়া নিজেদের নতুন পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। মেলায় বিভিন্ন ব্যাংকিংসেবার মধ্যে এটিএম বুথ ও মোবাইল ব্যাংকিংয়ের প্রতি দর্শনার্থীদের আগ্রহ বেশি বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

মেলায় অংশ নেয়া ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও প্যাভিলিয়ন ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, বাণিজ্য মেলায় তারা এবারই প্রথম অংশগ্রহণ করেছেন। তারা মেলায় প্রথমবার হলেও গ্রাহকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে তিনি জানান।

মেলার গ্রাহকদের ব্যাংক হিসাব খোলার পাশাপাশি আমানতের বিভিন্ন অফার সম্পর্কে জানানো হচ্ছে। এছাড়া তাৎক্ষণিক লেনদেনের সুবিধার্থে এটিএম বুথ ও এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা দেয়া হচ্ছে।

মেলায় মোবাইল অ্যাপ্লিকেশন এফএসআইবিএল ক্লাউডের সেবা সম্পর্কে জানানো হচ্ছে। এ সেবার মাধ্যমে গ্রাহক তার ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জসহ ব্যাংকের সব ধরনের আমানত ও বিনিয়োগের তথ্য জানতে পারছেন।

প্রতিবারের মতো এবারো ইসলামী ব্যাংক নান্দনিক প্যাভিলিয়ন তৈরি করেছে বাণিজ্য মেলায়। মূল ফটক দিয়ে প্রবেশ করলেই হাতের বাম পাশে চোখে পড়বে ব্যাংকটির প্রিমিয়ার প্যাভিলিয়ন।

এখানে দেশের উন্নয়ন অগ্রগতির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে দেশের শিল্পায়ন, গার্মেন্ট, পল্লী উন্নয়ন, আবাসন, পরিবহন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়েছে।

বাণিজ্য মেলায় প্রতিষ্ঠানটির দায়িত্বরত কর্মকর্তা জানান, মেলায় প্যাভিলিয়নটিতে ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য, প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিংসেবা, চিকিৎসা, শিক্ষা এবং সিএসআর কার্যক্রমের তথ্যসেবাসহ সিআরএম ও এটিএমের মাধ্যমে টাকা জমা ও উত্তোলনের সুবিধা রয়েছে। এছাড়া আমানত ও ঋণ প্রকল্প সম্পর্কে দর্শনার্থীদের বিভিন্ন তথ্য জানানো হচ্ছে।

মেলায় আগত ব্যবসায়ী শাহাদত হোসেন বলেন, তিনি আগারগাঁও এসেছিলেন একটা কাজে। তাই মেলায়ও ঘুরতে এসেছেন। তার কিছু পণ্য পছন্দ হয়েছে কিন্তু কাছে নগদ টাকা নেই। তাই তিনি ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা তুলে তার কেনাকাটার কাজ শেষ করেন। মেলায় এটিএম বুথ থাকায় সবার জন্যই ভালো হয়েছে বলে তিনি জানান।

জনতা ব্যাংকের কর্মকর্তা এসএম হাসানুজ্জামান বলেন, গত দুবছর যাবত তারা মেলায় অংশগ্রহণ করছেন। এখানে টাকা জমা ও উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিংসেবা দেয়া হচ্ছে। এছাড়া এখানে এটিএমসেবাসহ বেশকিছু সেবা রয়েছে। মেলায় দর্শনার্থী বাড়ার সঙ্গে সঙ্গে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে তিনি জানান।