প্রার্থী হতে বাধা নেই ট্রাম্পের
- আপডেট টাইম : ০৯:০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / 34
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থী হতে কোনো বাধা নেই বলে রায় দেয় সুপ্রীম কোর্ট। স্থানীয় সময় গতকাল সোমবার (৪ মার্চ) এ রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এমনটাই জানিয়েছে আন্তর্জাতি সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা।
সংবাদ মাধ্যমটি জানায়, ২০২৪ সালের কলোরাডো নির্বাচনী ব্যালটে থাকতে পারবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার কলোরাডো ও অন্যান্য ১৪টি অঙ্গরাজ্যে ‘সুপার টিউসডে’র প্রাইমারি নির্বাচনের একদিন আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রায় রিপাবলিকান দলের অগ্রণী প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুরুত্বপূর্ণ জয় এনে দিল।
এর আগে, কলোরাডো সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, ট্রাম্প সে রাজ্যের ভোটে অংশগ্রহণ করার যোগ্য নন কারণ ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গায় প্ররোচণা দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল।
এদিকে, ট্রাম্পের সমালোচকরা অভিযোগ তুলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাংবিধানিক বিধিকে লঙ্ঘন করেছেন। এই বিধি অনুযায়ী, বিদ্রোহীরা সরকারি দপ্তরে দায়িত্বপালন করতে পারেন না। তবে, দেশের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কলোরাডো রায়কে বদলে দিয়েছে।
রায় নিয়ে সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতি ১৩ পৃষ্ঠার এক অস্বাক্ষরিত মতামত-পত্রে বলেছেন, জাতীয় পর্যায়ের পদ থেকে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে বাতিল করার অনুমতি কোনও একক রাজ্যকে দেয় না সংবিধান।
নিউজ লাইট ৭১