৪ তরমুজ চাষিকে কুপিয়ে জখম, আটক ৩
- আপডেট টাইম : ০৯:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / 33
বরিশালের বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ৪ তরমুজ চাষিকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন- বাহাদুর হাওলাদার (৩৬), বাবু হাওলাদার (৩০), কবির হাওলদার (৩৫) ও পনির হাওলাদার (৩০)।
আহতদের মধ্যে বাহাদুর হাওলাদার ও বাবুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ভরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান লিটনসহ ৩ জনকে আটক করেছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের কামারখালী বাজারে এ ঘটনা ঘটেছে। আহতের ভাই মিলন হাওলাদার বাদী হয়ে ১৪-১৫ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অপরদিকে ঘটনার পরপর বেলা ১টায় তরমুজ চাষিরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে চাষি মহির হাওলার ও কামাল জানান, প্রতি বছর তারা তরমুজ চাষ করতে এসে এলাকায় চাঁদাবাজি ও হয়রানির শিকার হন। চাঁদাবাজরা তাদের হুমকি দিয়েছে শিগগিরই চাঁদা দাবির ১ লাখ টাকা না দিলে চাঁদাবাজরা তাদেরসহ তরমুজ চাষি বাহাদুর হাওলাদারকে খুন করবে। তরমুজ নিয়ে যাবে ও মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাবে বলে হুমকি দেয়। এ ঘটনায় তারা ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
নিউজ লাইট ৭১