শিরোনাম :
কৃষক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৯:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / 29
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের কৃষক মসিয়ার রহমান হত্যা মামলায় মনিরুল ইসলাম রেন্টু ও লিটন বিশ্বাস নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ আদেশ দেন। এ সময় একই মামলার অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলায় সরকারপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই আদেশ দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী কামরুল আবেদীন শাহিন বলেন, একই মামলায় নয়জন আসামির মধ্যে সাতজন নির্দোষ প্রমাণিত হয়েছেন। দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
নিউজ লাইট ৭১
Tag :