ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফিরছে ‘জয় বাংলা কনসার্ট

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৩২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 38

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে এ বছরও আয়োজন করা হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’।

২০১৫ সাল থেকে এই কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয়ে আসছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। মাঝে করোনা মহামারির কারণে ২০২১–২২ সালে কনসার্ট আয়োজন করা হয়নি।

এবারই প্রথম ঢাকার বাইরে বন্দর নগরী চট্টগ্রামে হতে যাচ্ছে তরুণদের বড় আগ্রহের এই আয়োজন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ জানান, ২০২৪ সালের ৭ মার্চ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’।

শুধু তন্ময় আহমেদ নয়, ফেসবুক জুড়ে অসংখ্য এমন পোস্ট ঘুরে বেড়াচ্ছে ইয়াং বাংলা কনসার্ট ঘোষণার পর থেকে।

প্রতি বছর বঙ্গবন্ধুর ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণে জয় বাংলা কনসার্ট আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’। এবারের আয়োজনে সহযোগিতা করবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এবারের আসরে থাকবেন আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ শীর্ষ ব্যান্ড ও শিল্পীরা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, শুরু থেকেই জয় বাংলা কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছিল। ঢাকার বাইরে প্রথমবারের মত এবার আয়োজনটি চট্টগ্রামে করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতির কার্যক্রম চলমান। আশা করছি, চট্টগ্রামবাসীকে আমরা তাদের কাঙ্ক্ষিত কনসার্ট উপহার দিতে পারব।

কনসার্টটি দেখতে বরাবরের মতই কোনো টাকা লাগছে না। তবে নির্ধারিত সময়ে ইয়াং বাংলার ওয়েবসাইট বা ফেসবুক পেইজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিতে হবে। অনলাইনেই নিবন্ধন হলেই পাওয়া যাবে প্রবেশ টিকেট।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ফিরছে ‘জয় বাংলা কনসার্ট

আপডেট টাইম : ১১:৩২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে এ বছরও আয়োজন করা হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’।

২০১৫ সাল থেকে এই কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয়ে আসছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। মাঝে করোনা মহামারির কারণে ২০২১–২২ সালে কনসার্ট আয়োজন করা হয়নি।

এবারই প্রথম ঢাকার বাইরে বন্দর নগরী চট্টগ্রামে হতে যাচ্ছে তরুণদের বড় আগ্রহের এই আয়োজন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ জানান, ২০২৪ সালের ৭ মার্চ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’।

শুধু তন্ময় আহমেদ নয়, ফেসবুক জুড়ে অসংখ্য এমন পোস্ট ঘুরে বেড়াচ্ছে ইয়াং বাংলা কনসার্ট ঘোষণার পর থেকে।

প্রতি বছর বঙ্গবন্ধুর ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণে জয় বাংলা কনসার্ট আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’। এবারের আয়োজনে সহযোগিতা করবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এবারের আসরে থাকবেন আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ শীর্ষ ব্যান্ড ও শিল্পীরা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, শুরু থেকেই জয় বাংলা কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছিল। ঢাকার বাইরে প্রথমবারের মত এবার আয়োজনটি চট্টগ্রামে করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতির কার্যক্রম চলমান। আশা করছি, চট্টগ্রামবাসীকে আমরা তাদের কাঙ্ক্ষিত কনসার্ট উপহার দিতে পারব।

কনসার্টটি দেখতে বরাবরের মতই কোনো টাকা লাগছে না। তবে নির্ধারিত সময়ে ইয়াং বাংলার ওয়েবসাইট বা ফেসবুক পেইজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিতে হবে। অনলাইনেই নিবন্ধন হলেই পাওয়া যাবে প্রবেশ টিকেট।

নিউজ লাইট ৭১