ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বর্ডার গার্ড বাংলাদেশে দায়িত্ব পালন করতে দেখা যাবে পুলিশ কর্মকর্তাদের

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
  • / 106

নিউজ লাইট ৭১: খুব শিগগিরই বর্ডার গার্ড বাংলাদেশে দায়িত্ব পালন করতে দেখা যাবে পুলিশ কর্মকর্তাদের। সমপ্রতি সরকার এই আধা-সামরিক বাহিনীর জন্য চার হাজার ২৮২ জন অতিরিক্ত জনবল অনুমোদন করেছে এবং তাদের মধ্যে ৬৭ জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) থাকবেন। তারা মূলত জব্দ তালিকা তৈরি ও মামলা প্রস্তুতির দায়িত্বে থাকবেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, ২০১৯ সালের ১৮ ডিসেম্বর একটি চিঠি দিয়ে বিভিন্ন ইউনিট থেকে বিজিবিতে প্রেষণে যাওয়ার বিষয়ে আগ্রহী পুলিশ পরিদর্শকদের একটি তালিকা চাওয়া হয়।

৬৭ জনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো হবে ১০ জন এবং বাকি ৫৭ জন আসবেন অন্যান্য ইউনিট থেকে। সরকারি ডেপুটেশন নীতি অনুসারে সাধারণত একজন কর্মকর্তাকে তিন বছরের জন্য ডেপুটেশনে পাঠানো হয়।

এদের ক্ষেত্রেও তাই হবে। ৫৯টি বিজিবি ব্যাটালিয়নের প্রতিটিতে একজন করে পুলিশ পরিদর্শক থাকবেন। তিনি জব্দ তালিকা ও মামলা প্রস্তুত করবেন।

সেই সঙ্গে তারা বিজিবি সদস্যদের এই কাজের প্রশিক্ষণও দেবেন। পুলিশ কর্মকর্তাদের পদবি এখানেও পরিদর্শকই থাকবে।

আদালতের কার্যক্রম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা সত্ত্বেও তাদের অনেক ক্ষেত্রেই আদালতে অভিযোগকারী হিসেবে উপস্থিত থাকতে হয়। পুলিশের এই সদস্যরা সেই কাজটিই করবেন।

Tag :

শেয়ার করুন

বর্ডার গার্ড বাংলাদেশে দায়িত্ব পালন করতে দেখা যাবে পুলিশ কর্মকর্তাদের

আপডেট টাইম : ১১:০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: খুব শিগগিরই বর্ডার গার্ড বাংলাদেশে দায়িত্ব পালন করতে দেখা যাবে পুলিশ কর্মকর্তাদের। সমপ্রতি সরকার এই আধা-সামরিক বাহিনীর জন্য চার হাজার ২৮২ জন অতিরিক্ত জনবল অনুমোদন করেছে এবং তাদের মধ্যে ৬৭ জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) থাকবেন। তারা মূলত জব্দ তালিকা তৈরি ও মামলা প্রস্তুতির দায়িত্বে থাকবেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, ২০১৯ সালের ১৮ ডিসেম্বর একটি চিঠি দিয়ে বিভিন্ন ইউনিট থেকে বিজিবিতে প্রেষণে যাওয়ার বিষয়ে আগ্রহী পুলিশ পরিদর্শকদের একটি তালিকা চাওয়া হয়।

৬৭ জনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো হবে ১০ জন এবং বাকি ৫৭ জন আসবেন অন্যান্য ইউনিট থেকে। সরকারি ডেপুটেশন নীতি অনুসারে সাধারণত একজন কর্মকর্তাকে তিন বছরের জন্য ডেপুটেশনে পাঠানো হয়।

এদের ক্ষেত্রেও তাই হবে। ৫৯টি বিজিবি ব্যাটালিয়নের প্রতিটিতে একজন করে পুলিশ পরিদর্শক থাকবেন। তিনি জব্দ তালিকা ও মামলা প্রস্তুত করবেন।

সেই সঙ্গে তারা বিজিবি সদস্যদের এই কাজের প্রশিক্ষণও দেবেন। পুলিশ কর্মকর্তাদের পদবি এখানেও পরিদর্শকই থাকবে।

আদালতের কার্যক্রম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা সত্ত্বেও তাদের অনেক ক্ষেত্রেই আদালতে অভিযোগকারী হিসেবে উপস্থিত থাকতে হয়। পুলিশের এই সদস্যরা সেই কাজটিই করবেন।