সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / 58
জয়পুরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ডেইজি বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া একই মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ডেইজি বেগমের ছেলে জিয়ারুলকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে ঢাকার সাভার এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পুর্ব রামচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী ডেইজী বেগম ও তার ছেলে জিয়ারুল ইসলাম ওরফে ভুলু।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর পাঁচবিবি পৌর এলাকার নাকুরগাছী এলাকা থেকে ১০০ পিস নেশা জাতীয় এ্যাম্পুল ইনজেকশনসহ ডেইজী বেগম ও জিয়ারুল ইসলাম ভুলুকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ২০২৩ সালের ২৮ আগস্ট জয়পুরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন আসামি ডেইজির যাবজ্জীবন ও জিয়ারুলের ৫ বছর সাজা দেন। সেসময় তারা পলাতক ছিলেন।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, আদালত রায় দেয়ার পর থেকে র্যাব তাদের গ্রেপ্তারে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১ ঢাকা ও র্যাব-৫ জয়পুরহাট যৌথ অভিযান চালিয়ে ঢাকার সাভার এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
নিউজ লাইট ৭১