ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৫ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / 59

তিন মাদক কারবারি গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকা থেকে ৫ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২৪ হাজার ৫০০ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং শংকচাইল এলাকার ইউসুফের স্ত্রী কুসুম ওরফে কুলসুম (৩০), বরিশালের পটুয়াখালীর আঠারোগাছিয়ার দুলালের স্ত্রী মোছা. নাসিমা (২৬) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদলের সোনা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩)।

বুধবার সকালে র‍্যাব-১১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা নিশ্চিত হয়েছে উক্ত আসামিরা প্রত্যেকে পেশাদার মাদক কারবারি। এরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক এনে তা নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

৫ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকা থেকে ৫ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২৪ হাজার ৫০০ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং শংকচাইল এলাকার ইউসুফের স্ত্রী কুসুম ওরফে কুলসুম (৩০), বরিশালের পটুয়াখালীর আঠারোগাছিয়ার দুলালের স্ত্রী মোছা. নাসিমা (২৬) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদলের সোনা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩)।

বুধবার সকালে র‍্যাব-১১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা নিশ্চিত হয়েছে উক্ত আসামিরা প্রত্যেকে পেশাদার মাদক কারবারি। এরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক এনে তা নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

নিউজ লাইট ৭১