জীবিত পাল্লা হরিণ উদ্ধার
- আপডেট টাইম : ১২:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / 58
বরগুনার পাথরঘাটা বিষখালী নদী থেকে একটি জীবিত পাল্লা হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা বন সংলগ্ন বিষখালী নদী থেকে হরিণটি উদ্ধার করা হয়।
হরিণটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর হরিণের শরীরে একাধিক ক্ষতচিহ্ন দেখে চিকিৎসা দেন বন বিভাগের কর্মীরা।
কোস্টগার্ড জানায়, বিষখালী নদীতে নিয়মিত টহল দেয়ার সময় হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বিষখালী নদীতে হরিণটি সাঁতার কাটতে দেখেন তারা। পরে নদী থেকে হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন তারা।
এ বিষয়ে পাথরঘাটা বনবিভাগের কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, উদ্ধার হওয়া হরিণটি শরীরের একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হয়ে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে হরিণটি। হরিণটি পাঁচ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ৮০ কেজি। কোস্টগার্ডের কাছ থেকে হরিণটি বুঝে পেয়ে আমরা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, হরিণটির শরীরের ২০টি শেলাই লেগেছে। হরিণটি সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
নিউজ লাইট ৭১