শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ
- আপডেট টাইম : ১০:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
- / 111
নিউজ লাইট ৭১: শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক নাগরিকত্ব সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স পাসপোর্ট সূচকে চলতি বছর ৯৮তম অবস্থানে আছে বাংলাদেশি পাসপোর্ট। গেল বছর এর অবস্থান ছিল ৯৯ এ।
সার্কভূক্ত দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। এর পরের অবস্থান ভারতের। ভারতের পাসপোর্ট আগের বছরের চেয়ে ২০২০ সালে দুই ধাপ পিছিয়ে ৮৪তম অবস্থানে আছে। ভারতের পাসপোর্টে ৫৮টি দেশে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।
তালিকায় বাংলাদেশের একধাপ আগের অবস্থান শ্রীলঙ্কা (৯৭তম)। তবে নেপাল রয়েছে ১০১তম, পাকিস্তান ১০৪ এবং আফগানিস্তান রয়েছে তালিকার সবশেষ ১০৭তম অবস্থানে।
এই তালিকায় শীর্ষে থাকা জাপানের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ১৯১টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের ১৯০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ আছে। তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট নিয়ে ১৮৯টি দেশে ভ্রমণ করা যায়। বাংলাদেশ থেকে ৬ ধাপ পিছিয়ে পাকিস্তান। ১০৪ নম্বরে থাকা দেশটির পাসপোর্ট দিয়ে মাত্র ৩২টি দেশ ভ্রমণ করা যায়।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল অ্যাসোসিয়েশন (আইএটিএ) এর তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবছর হেনলি অ্যান্ড পার্টনার্স এ তালিকা দিয়ে থাকে। এতে ভিসা ছাড়াই কোনো দেশের পাসপোর্ট দেখিয়ে কতটি দেশে প্রবেশ করা যায় তার মাধ্যমে পাসপোর্টের শক্তি যাচাই করা হয়।
বাংলাদেশি পাসপোর্ট বর্তমানে ৪১টি দেশে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারে। এখনও ১৮৫টি দেশে ভ্রমণের ক্ষেত্রে আগে থেকে ভিসা নিতে হয়।