ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ভালোবেসে মানুষ নৌকায় ভোট দিবে: আনোয়ার খান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / 59

লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচনী প্রচারণার সময় আনোয়ার হোসেন খান। ছবি: নিউজ লাইট ৭১

লক্ষ্মীপুর-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার সময় আনোয়ার হোসেন খান বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে। মানুষ দেশরত্ন শেখ হাসিনার প্রতি যে ভালোবাসা ও সমর্থন দেখাচ্ছে তার মধ্য দিয়ে দেশ আরও এগিয়ে যাবে। আমরা যেখানে যাই সেখানেই মানুষ বলছে, আমরা শেখ হাসিনাকে সমর্থন করি। নৌকা মার্কায় আমরা ভোট দিব। নৌকায় ভোট দিয়ে আমরা শান্তি ও স্বস্তি পেয়েছি, উন্নয়ন ও অগ্রগতি পেয়েছি। বাংলাদেশ আরও উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রামগঞ্জের ইছাপুর, রাঘবপুর, নয়নপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আনোয়ার খান বলেন, দেশের মানুষের সমর্থনের ওপর ভিত্তি করে আমরা বলতে পারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ জানুয়ারি লক্ষ্মীপুর-১ আসনের মানুষের মধ্যে যে উৎসাহ দেখেছি, তা আমাকে অভিভূত করেছে। দেশের মানুষ বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও, অবরোধ-হরতালকে তোয়াক্কা করছে না। তাদের প্রতি মানুষের অনাস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শেখ হাসিনাকে ভালোবেসে মানুষ নৌকায় ভোট দিবে: আনোয়ার খান

আপডেট টাইম : ০৬:৫২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

লক্ষ্মীপুর-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার সময় আনোয়ার হোসেন খান বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে। মানুষ দেশরত্ন শেখ হাসিনার প্রতি যে ভালোবাসা ও সমর্থন দেখাচ্ছে তার মধ্য দিয়ে দেশ আরও এগিয়ে যাবে। আমরা যেখানে যাই সেখানেই মানুষ বলছে, আমরা শেখ হাসিনাকে সমর্থন করি। নৌকা মার্কায় আমরা ভোট দিব। নৌকায় ভোট দিয়ে আমরা শান্তি ও স্বস্তি পেয়েছি, উন্নয়ন ও অগ্রগতি পেয়েছি। বাংলাদেশ আরও উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রামগঞ্জের ইছাপুর, রাঘবপুর, নয়নপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আনোয়ার খান বলেন, দেশের মানুষের সমর্থনের ওপর ভিত্তি করে আমরা বলতে পারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ জানুয়ারি লক্ষ্মীপুর-১ আসনের মানুষের মধ্যে যে উৎসাহ দেখেছি, তা আমাকে অভিভূত করেছে। দেশের মানুষ বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও, অবরোধ-হরতালকে তোয়াক্কা করছে না। তাদের প্রতি মানুষের অনাস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

নিউজ লাইট ৭১