কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
- আপডেট টাইম : ০৯:৪২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / 138
নিউজ লাইট ৭১ রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে বিলের মধ্য থেকে মরিয়ম খাতুন (২১) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ হওয়ার তিন দিন পর শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ভুরুলিয়া ইউনিয়নের শুকনো বিলের ধান থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ বিলের মধ্য থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহত মরিয়ম খাতুন ভুরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। নিহতের বাবা আব্দুল কাদের জানান, মরিয়ম খাতুন তিন দিন আগে কাউকে কিছু না বলে ইশার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
এ ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে তিনি জানান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ বিলের মধ্য থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তিন দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। উদ্ধারের সময় মরদেহের গলায় ফাঁস লাগানো ছিল বলে জানান তিনি।