ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে লাভবান হবে বাংলাদেশ’

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
  • / 122

ড. গওহর রিজভী। ছবি: যুগান্তর

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও উন্নয়ন হলে বাংলাদেশ লাভবান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।

বুধবার রাজধানীর বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে ‘আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সহযোগিতা’-শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. গওহর রিজভী বলেন, বিগত দশকে বাংলাদে-ভারত সম্পর্কের উন্নয়ন লক্ষ্য করা গেছে। যেগুলোর মধ্যে রয়েছে, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা, লোক-সংযোগ প্রভৃতি।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ-ভারত আরো যৌথভাবে কাজ করবে এবং সম্পর্ক আরও উন্নতি হবে।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের হলেও আগামী দিনে এটাই হবে বৈশ্বিক সংকট। তাই এই সংকট মোকাবিলায় সবারই ভূমিকা রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট রাতারাতি তৈরি হয়নি। মিয়ানমার অনেক আগে থেকেই পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বিতাড়িত করেছে।

‘এ সংকট বর্তমানে বাংলাদেশের হলেও আগামীতে এটাই হবে বৈশ্বিক সংকট। তাই এই সংকট মোকাবিলায় সবারই ভূমিকা থাকা প্রয়োজন।’

Tag :

শেয়ার করুন

‘ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে লাভবান হবে বাংলাদেশ’

আপডেট টাইম : ০৭:১৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও উন্নয়ন হলে বাংলাদেশ লাভবান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।

বুধবার রাজধানীর বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে ‘আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সহযোগিতা’-শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. গওহর রিজভী বলেন, বিগত দশকে বাংলাদে-ভারত সম্পর্কের উন্নয়ন লক্ষ্য করা গেছে। যেগুলোর মধ্যে রয়েছে, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা, লোক-সংযোগ প্রভৃতি।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ-ভারত আরো যৌথভাবে কাজ করবে এবং সম্পর্ক আরও উন্নতি হবে।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের হলেও আগামী দিনে এটাই হবে বৈশ্বিক সংকট। তাই এই সংকট মোকাবিলায় সবারই ভূমিকা রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট রাতারাতি তৈরি হয়নি। মিয়ানমার অনেক আগে থেকেই পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বিতাড়িত করেছে।

‘এ সংকট বর্তমানে বাংলাদেশের হলেও আগামীতে এটাই হবে বৈশ্বিক সংকট। তাই এই সংকট মোকাবিলায় সবারই ভূমিকা থাকা প্রয়োজন।’