ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
- আপডেট টাইম : ০৩:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / 46
রাজধানীর গুলিস্তানে ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুজন হাওলাদার (৩৬), আবুল কালাম মাঝি (৪০), শহিদ খান (২১), ইব্রাহিম মৃধা (৬৩), মো. অনিক (২৭) ও মো: লাভলু (৩৬)।
গতকাল শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গ্রিল কাটার বিভিন্ন সরঞ্জামাদিসহ ধারালো ছুরি ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
ডিবি গুলশান বিভাগের এডিসি এস এম রেজাউল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম জানতে পারে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র গুলিস্তানে ডাকাতির পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় ডাকাত চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এডিসি রেজাউল আরও বলেন, ২০০৮ সাল থেকে এই চক্রটি ঢাকা মহানগরীর সীমান্তবর্তী থানা এলাকাগুলোতে বসবাস করে এবং ঢাকা মহানগরীর ভিতরে গ্রিল কেটে চুরি ও ডাকাতি করে জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। গতকাল শুক্রবার ১১ জন একত্রে ডাকাতির পরিকল্পনা করছিল। সঙ্গবদ্ধ চক্রের বাকি সদস্যরা গাবতলী থেকে ট্রাকে উঠে বিভিন্ন এলাকা রেকি করে সুবিধামতো বাসায় ডাকাতি করতো বলে জানায়।
এছাড়াও রাতের বেলা পরিবহন করা নির্মাণ সামগ্রী কিংবা খাদ্যদ্রব্যের ট্রাক থামিয়ে ড্রাইভারকে মারধর করে নামিয়ে দিয়ে পণ্য সামগ্রির ট্রাকসহ ডাকাতি করে পালিয়ে যায়। এদের নামে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির প্রস্তুতি ও গ্রিল কেটে চুরির মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।
নিউজ লাইট ৭১