শিরোনাম :
পুতিন সৌদি গেলেন
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০১:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / 56
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন। এর আগে তিনি আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গার্ডিয়ান।
খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে রাশিয়ার ভূমিকা পুনর্ব্যক্ত করতে মস্কো ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে আলোচনা করতে ভ্লাদিমির পুতিন সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তেল, গাজা ও ইউক্রেন নিয়ে আলোচনা করবেন রুশ প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ইউক্রেনের শিশুদের ‘বেআইনি নির্বাসনে’ জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল পুতিনের বিরুদ্ধে। সেই ঘটনার পর পুতিনের জন্য রাশিয়ার বাইরে এই সফর ‘একটি বিরল ঘটনা।’
নিউজ লাইট ৭১
Tag :