উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ঘর থেকে প্রায় দুই কোটি টাকা উদ্ধার
- আপডেট টাইম : ০৯:২৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / 124
নিউজ লাইট ৭১ রিপোর্ট: দিনাজপুরের পার্বতীপুরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ঘর থেকে প্রায় দুই কোটি টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সংস্থাটির দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই টাকা উদ্ধার করে।
দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, প্রকল্প কর্মকর্তা তাজুল ইসলামের সরকারি বাড়িতে এসব টাকা আলমারি, বিছানার নিচ, ব্যাগসহ বিভিন্ন স্থানে গচ্ছিত ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুদকের দিনাজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আশিকুরের নেতৃত্বে অভিযান চালিয়ে এঅর্থ জব্দ করা হয়।
আশিকুর বলেন, আমাদের হটলাইন ১০৬ এ পাওয়া এক অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। তার অফিসে এবং পরে তার বাসায় অভিযান চালানো হয়। তাজুলের কাছ থেকে মোট এক কোটি ৮৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলামে ওই টাকার সঠিক কোনো উৎস জানাতে পারেননি।
ধারণা করা হচ্ছে, বিভিন্ন প্রকল্প থেকে নেয়া ঘুষের টাকা তাঁর বাসায় রাখা হয়েছিল।