শিরোনাম :
অপরাধের জন্য বিএনপি নেতাদের ধরা হয়েছে
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৮:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / 40
রাজনীতি নয়, অপরাধের জন্য বিএনপি নেতাদের ধরা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি বলে জানিয়ে আইনমন্ত্রী বলেন, তাদের অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এর কোনো সংযোগ নেই।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কেন এসেছিলেন, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি।
বিএনপির নেতাকর্মীদের মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, না না না, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি।
বিএনপির বড় নেতাদের ধরা হচ্ছে, এতে রাজনৈতিক সমস্যার সমাধান হবে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয়, এ প্রশ্নের জবাব সঠিকভাবে যে জায়গায় পাবেন, তা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার কাছে এটার কোনো…।
নিউজ লাইট ৭১
Tag :