মামলার বিষয়গুলো তদন্তাধীন: আইজিপি
- আপডেট টাইম : ০৬:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / 43
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন। তদন্তে যার বিরুদ্ধে যে তথ্য পাওয়া গেছে সে মামলা আমরা দিচ্ছি। নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে যদি হত্যা মামলার তথ্য পাওয়া যায়, তবে তাকে ওই মামলায়ও গ্রেফতার দেখানো হবে।
বিএনপির শীর্ষ তিন নেতার বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও নাশকতার মামলায় গ্রেফতার করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আইজিপি বলেন, আমরা পেশাদারিত্বের সঙ্গে যেভাবে দায়িত্ব পালন করি গত ২৮ অক্টোবরও আমরা সেভাবেই দায়িত্ব পালনে প্রস্তুত ছিলাম।
তিনি আরও বলেন, আমরা নিরাপত্তা দিচ্ছিলাম হঠাৎ করেই দেখি কিছু বাসে আগুন দেওয়া শুরু হলো। পথচারীদের ওপর আক্রমণ, কিছু রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ শুরু হয়। এটা যখন শুরু হয়, তখন একজন মানুষের জানমালের নিরাপত্তা দেয়া পুলিশের কর্তব্য।