হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট টাইম : ১০:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / 40
ফরিদপুরের মধুখালী এলাকা থেকে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম- মো. সোহরাব মন্ডল (২৪)।
র্যাব বলছে, সোহরাব মন্ডল পেশাদার মাদক কারবারি এবং আটক করা হেরোইনের চালানটি স্মরণকালে ফরিদপুরে সবথেকে বড় চালান।
সোমবার দুপুরে ফরদিপুরের মধুখালীর আড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, উদ্ধার করা হিরোইনের মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ৪ হাজার টাকাও জব্দ করা হয়েছে। হেরোইনের চালানটি স্মরণকালে ফরিদপুরে সবথেকে বড় হেরোইনের চালান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানান, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
গ্রেপ্তার সোহরাব মন্ডলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজ লাইট ৭১