ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী পৌষ মেলা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
  • / 102

নিউজ লাইট ৭১ রিপোর্ট: রাজধানীর মানুষকে গ্রামীণ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী পৌষ মেলা। এ মেলা আগামী সোমবার রাত ৯টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে মেলা উদযাপন পরিষদ।

শনিবার সকাল সাড়ে নয়টায় আইলা জ্বালিয়ে বাংলা একাডেমির নজরুল মঞ্চে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় মেলা উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। মেলার শুরুতে পৌষ কথন পর্বে বক্তারা বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যের কথা তুলে ধরেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সমবেত সঙ্গীত, একক পরিবেশনা, দলীয় নৃত্য, আর আবৃত্তি পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। নাচে-গানে বর্ণনা করা হয় শীত ঋতুর পরিচিতি।

আয়োজকরা জানান, মেলার আয়োজনে প্রতিবারের মত রকমারি পিঠার সঙ্গে থাকবে বাঙালি সংস্কৃতির নানা পরিবেশনা। আয়োজনে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। মেলায় অংশগ্রহণ করবে প্রায় ৫৪ স্টল।

Tag :

শেয়ার করুন

বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী পৌষ মেলা

আপডেট টাইম : ১০:১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১ রিপোর্ট: রাজধানীর মানুষকে গ্রামীণ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী পৌষ মেলা। এ মেলা আগামী সোমবার রাত ৯টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে মেলা উদযাপন পরিষদ।

শনিবার সকাল সাড়ে নয়টায় আইলা জ্বালিয়ে বাংলা একাডেমির নজরুল মঞ্চে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় মেলা উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। মেলার শুরুতে পৌষ কথন পর্বে বক্তারা বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যের কথা তুলে ধরেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সমবেত সঙ্গীত, একক পরিবেশনা, দলীয় নৃত্য, আর আবৃত্তি পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। নাচে-গানে বর্ণনা করা হয় শীত ঋতুর পরিচিতি।

আয়োজকরা জানান, মেলার আয়োজনে প্রতিবারের মত রকমারি পিঠার সঙ্গে থাকবে বাঙালি সংস্কৃতির নানা পরিবেশনা। আয়োজনে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। মেলায় অংশগ্রহণ করবে প্রায় ৫৪ স্টল।