ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:২১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / 33

অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. শেখ শাকিল। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ছাদে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শেখ শাকিল নামে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগীর মা।

আসামি মো. শেখ শাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মো. হাবিবুরের ছেলে তিনি। শহরের জুবলী রোড এলাকায় ভাড়া থাকেন এই অভিযুক্ত।

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগীর মা হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সেজন্য বিভিন্ন সময় মায়ের সঙ্গে হাসপাতালে যায় ১৪ বছর বয়সি ওই কিশোরী। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে জোরপূর্বক ছাদে নিয়ে তাকে ধর্ষণ করেন শাকিল।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে শাকিলকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা করেছেন। পুলিশ প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে। তাই আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। শুক্রবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে।’

এদিকে ধর্ষণে অভিযুক্ত শাকিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পৌর ছাত্রলীগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

হাসপাতালে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : ১১:২১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ছাদে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শেখ শাকিল নামে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগীর মা।

আসামি মো. শেখ শাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মো. হাবিবুরের ছেলে তিনি। শহরের জুবলী রোড এলাকায় ভাড়া থাকেন এই অভিযুক্ত।

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগীর মা হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সেজন্য বিভিন্ন সময় মায়ের সঙ্গে হাসপাতালে যায় ১৪ বছর বয়সি ওই কিশোরী। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে জোরপূর্বক ছাদে নিয়ে তাকে ধর্ষণ করেন শাকিল।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে শাকিলকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা করেছেন। পুলিশ প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে। তাই আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। শুক্রবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে।’

এদিকে ধর্ষণে অভিযুক্ত শাকিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পৌর ছাত্রলীগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা।

নিউজ লাইট ৭১