শিরোনাম :
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন ৭ জুলাই
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
- / 128
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আবদুল্লাহ আগামী ৭ জুলাই দুই দিনের সফরে ঢাকায় আসছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি।
বুধবার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
ঢাকা সফরকালে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ৭ জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে।
সূত্র জানায়, ঢাকা সফরকালে সাইফুদ্দিন বিন আবদুল্লাহ বিভিন্ন পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। তবে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট, মালয়েশিয়ার শ্রমবাজারে জনশক্তি পাঠানো, দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা ইত্যাদি আলোচনা প্রাধান্য পাবে।
সফর শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ৮ জুলাই ঢাকা ত্যাগ করবেন
Tag :