ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাল টাকা তৈরি সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / 20

পলাতক আসামি মো. হানিফ । ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জ এলাকা থেকে জাল টাকা তৈরির দায়ে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি মো. হানিফ গাজীকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে মৌসুমী ফলের ব্যবসা করতেন হানিফ গাজী।

রোববার র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বলেন, হানিফ গাজী জাল টাকা তৈরি চক্রের মূলহোতা। ২০১৬ সালে বিপুল পরিমাণ জাল টাকাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় করা মামলায় তিন মাস জেল খাটার পর জামিনে মুক্তি পান। বিচারপ্রক্রিয়া শেষে আদালত আসামি হানিফ গাজীকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দেন।

শিহাব করিম আরও জানান, র‌্যাব-২ এর একটি দল শনিবার (১৭ জুন) রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে হানিফ গাজীকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে জাল টাকা তৈরির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। জাল টাকার নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কম মূল্যে সরবরাহ করে আসছিলেন হানিফ। গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে মৌসুমী ফলের ব্যবসা ছিল তার এবং এই কাজের আড়ালে চক্রের সদস্যদের কাছে জাল টাকার নোট সরবরাহ ও বিক্রি করতেন হানিফ গাজী।

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরগুনার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

জাল টাকা তৈরি সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জ এলাকা থেকে জাল টাকা তৈরির দায়ে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি মো. হানিফ গাজীকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে মৌসুমী ফলের ব্যবসা করতেন হানিফ গাজী।

রোববার র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বলেন, হানিফ গাজী জাল টাকা তৈরি চক্রের মূলহোতা। ২০১৬ সালে বিপুল পরিমাণ জাল টাকাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় করা মামলায় তিন মাস জেল খাটার পর জামিনে মুক্তি পান। বিচারপ্রক্রিয়া শেষে আদালত আসামি হানিফ গাজীকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দেন।

শিহাব করিম আরও জানান, র‌্যাব-২ এর একটি দল শনিবার (১৭ জুন) রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে হানিফ গাজীকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে জাল টাকা তৈরির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। জাল টাকার নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কম মূল্যে সরবরাহ করে আসছিলেন হানিফ। গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে মৌসুমী ফলের ব্যবসা ছিল তার এবং এই কাজের আড়ালে চক্রের সদস্যদের কাছে জাল টাকার নোট সরবরাহ ও বিক্রি করতেন হানিফ গাজী।

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরগুনার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজ লাইট ৭১