ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং শিগগিরই প্রত্যাবাসন শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
  • / 167

নিউজ লাইট ৭১ রিপোর্ট: চীনকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং শিগগিরই প্রত্যাবাসন শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এছাড়া সফলভাবে মুজিববর্ষ পালনেও তার মন্ত্রণালয় কাজ করবে বলে জানান তিনি।

বুধবার (১ জানুয়ারি) তার দফতরে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সদস্যরা তাকে অভিনন্দন জানাতে গেলে এসব কথা বলেন মন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মিশনগুলোর কর্মকাণ্ড কীভাবে আরো গতিশীল করা যায় সে জন্য টিমওয়ার্কের ওপর জোর দেন নতুন পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, এ বছরও রোহিঙ্গা ইস্যু একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। কারণ এটি নানা ডাইমেনশন নিয়েছে। অল্প পরিসরে হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়া দরকার। রোহিঙ্গারা যেন নিজ দেশে নিরাপদে, স্বেচ্ছায় ফিরে যেতে পারে সেই আশা করি।

প্রতিবেশী দেশ ভারতের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ইস‌্যু বাংলাদেশে প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবেশীদের সঙ্গে চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। কানাডা-মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সম্পর্কে চ্যালেঞ্জ রয়েছে। অনেক দেশের সঙ্গেই এমন চ্যালেঞ্জ রয়েছে।

মাসুদ বিন মোমেন বলেন, বিদেশে ৭০-এর অধিক মিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পরিচালনা করতে টিম কাজ করবে। মিশনগুলোতে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে তাদের আস্থায় এনে মন্ত্রণালয় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করবে।

‘চলতি বছরের সবচেয়ে বড় ইভেন্ট শুরু হবে ১৭ মার্চ, মুজিববর্ষ। এ উপলক্ষে দেশে প্রচুর আয়োজন ছাড়াও বিদেশে সব মিশন বছরব্যাপী আয়োজন করবে। এরই ধারাবাহিকতায় ২০২১-এ মহান স্বাধীনতার ৫০ বছরপূর্তিও উদযাপিত হবে। যোগ করেন মন্ত্রী।’

পররাষ্ট্র সচিব বলেন, ২০ বছর আগের চেয়ে দেশের অর্থনীতি এখন অনেক ভালো। বিশ্ব এখন আমাদের কাছ থেকে আরো নেতৃত্ব চায়, আমাদের দিকে চেয়ে থাকে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর একটি বিষয় থাকছে। এ বছর দুটি বড় আন্তর্জাতিক সম্মেলন হবে বাংলাদেশে, একটি ডি-৮ এবং অন্যটি বিমসটেক শীর্ষ সম্মেলন।

Tag :

শেয়ার করুন

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং শিগগিরই প্রত্যাবাসন শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট টাইম : ০৪:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১ রিপোর্ট: চীনকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং শিগগিরই প্রত্যাবাসন শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এছাড়া সফলভাবে মুজিববর্ষ পালনেও তার মন্ত্রণালয় কাজ করবে বলে জানান তিনি।

বুধবার (১ জানুয়ারি) তার দফতরে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সদস্যরা তাকে অভিনন্দন জানাতে গেলে এসব কথা বলেন মন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মিশনগুলোর কর্মকাণ্ড কীভাবে আরো গতিশীল করা যায় সে জন্য টিমওয়ার্কের ওপর জোর দেন নতুন পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, এ বছরও রোহিঙ্গা ইস্যু একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। কারণ এটি নানা ডাইমেনশন নিয়েছে। অল্প পরিসরে হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়া দরকার। রোহিঙ্গারা যেন নিজ দেশে নিরাপদে, স্বেচ্ছায় ফিরে যেতে পারে সেই আশা করি।

প্রতিবেশী দেশ ভারতের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ইস‌্যু বাংলাদেশে প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবেশীদের সঙ্গে চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। কানাডা-মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সম্পর্কে চ্যালেঞ্জ রয়েছে। অনেক দেশের সঙ্গেই এমন চ্যালেঞ্জ রয়েছে।

মাসুদ বিন মোমেন বলেন, বিদেশে ৭০-এর অধিক মিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পরিচালনা করতে টিম কাজ করবে। মিশনগুলোতে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে তাদের আস্থায় এনে মন্ত্রণালয় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করবে।

‘চলতি বছরের সবচেয়ে বড় ইভেন্ট শুরু হবে ১৭ মার্চ, মুজিববর্ষ। এ উপলক্ষে দেশে প্রচুর আয়োজন ছাড়াও বিদেশে সব মিশন বছরব্যাপী আয়োজন করবে। এরই ধারাবাহিকতায় ২০২১-এ মহান স্বাধীনতার ৫০ বছরপূর্তিও উদযাপিত হবে। যোগ করেন মন্ত্রী।’

পররাষ্ট্র সচিব বলেন, ২০ বছর আগের চেয়ে দেশের অর্থনীতি এখন অনেক ভালো। বিশ্ব এখন আমাদের কাছ থেকে আরো নেতৃত্ব চায়, আমাদের দিকে চেয়ে থাকে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর একটি বিষয় থাকছে। এ বছর দুটি বড় আন্তর্জাতিক সম্মেলন হবে বাংলাদেশে, একটি ডি-৮ এবং অন্যটি বিমসটেক শীর্ষ সম্মেলন।