আতিকুল ইসলামের হলফনামা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কোটি কোটি টাকার মালিক তিনি
- আপডেট টাইম : ০৪:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / 97
নিউজ লাইট ৭১ রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হলেন আতিকুল ইসলাম। তিনি পেশায় একজন ব্যবসায়ী। রিটার্নিং কর্মকর্তাদের কাছে হলফনামা জমা দিয়েছেন তিনি।
আতিকুল ইসলামের হলফনামা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কোটি কোটি টাকার মালিক তিনি। তবে তার কোনও ব্যক্তিগত গাড়ি নেই। ৫৮ বছর বয়সী (জন্ম ১ জুলাই ১৯৬১) আওয়ামী লীগ প্রার্থী মো. আতিকুল ইসলাম তৈরি পোশাক খাতের একজন ব্যবসায়ী। মমতাজ উদ্দিন আহমেদ ও মাজেদা আহমেদের এ সন্তান বিকম পাস। তার রয়েছে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান।
বার্ষিক আয় তার ১ কোটি ২৯ লাখ ৬৮টাকা। তার অস্থাবর সম্পদ প্রায় ৪ কোটি ৮৬ লাখ টাকা ও স্থাবর সম্পদের মূল্যমান প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
আয়ের উৎসের মধ্যে রয়েছে কৃষি খাত ৩ লাখ ৮০ হাজার; ব্যবসা (পরিতোষিক) ৬৪ লাখ ১৪ হাজার ৮০১ টাকা; বাড়ি বা অ্যাপার্টমেন্ট ভাড়া ৫০ লাখ ৫ হাজার টাকা, ব্যাংক সুদ ৩ লাখ ৪৩ হাজার টাকা, মৎস খাত ৮ লাখ ২৫ হাজার টাকা।
আতিকের স্ত্রীর আয় ১৭ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংক সুদ থেকে পান ৪২ হাজার ৩৪১ টাকা ও মৎস্য খাত থেকে আয় ৪ লাখ ৫০ হাজার টাকা।
অস্থাবর সম্পদ তার বন্ড, স্টক এক্সচেঞ্জ তালিকাভূক্ত ও তালিকা ভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার ৩ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকার, স্ত্রীর নামে ১২ লাখ ২৭ হাজার টাকার। নিজের নামে ২ লাখ ও স্ত্রীর নামে ৩০ ভরি স্বর্ণ রয়েছে।
নিজের নামে ৪ কোটি ১৩ লাখ টাকার কৃষি জমি; ২৬ লাখ ৩৫ হাজার টাকার অকৃষি জমি রয়েছে। আর স্ত্রীর নামে কৃষি জমি রয়েছে ৩২ লাখ টাকার। নিজের নামে বাড়ি/এপার্টমেন্ট রয়েছে ২ কোটি ৫৭ লাখ টাকার, আর স্ত্রীর নামে ৫০ লাখ টাকার (বায়নাকৃত)। এছাড়া রয়েছে মৎস্য খামার।
ব্যাংকে ৯৮ লাখ ৮৯ হাজার টাকা গৃহঋণ রয়েছে। তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে বেশ ঋণের তালিকাও তুলে ধরা হয়েছে হলফনামায়।
এক বছর আগে উত্তরের মেয়র পদে উপ নির্বাচনের সময়েও হলফনামায় প্রায় একই তথ্য দেখিয়েছিলেন আতিকুল ইসলাম।
উল্লেখ্য, ঢাকা দুই সিটির ভোট গ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বাকি ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, সিপিবির আহম্মেদ সাজেদুল হক রুবেল, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও পিডিপির শাহীন খান।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ দলীয় সাত প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।